X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ব্রাসেলস হামলা

আহত ৬১ জনের অবস্থা আশঙ্কাজনক, বৈঠকের ডাক ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৪:৪৯আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৪:৪৯
image

ব্রাসেলস হামলার পর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই এখনও আশঙ্কাজনক বলে জানিয়ে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের ইনটেনসিভ কেয়ারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন অবস্থায় ওই দুই হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ব্রাসেলসে হামলার পরের করণীয় নির্ধারণে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে। তবে এরইমধ্যে পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রাসেলস হামলার পর তার দেশের পক্ষে চুক্তি মেনে আর কোনও শরণার্থী গ্রহণ করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি অনুসারে, পোল্যান্ডের ৭ হাজার শরণার্থী গ্রহণের কথা রয়েছে।
ফরাসি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি দে ব্লক জানান, মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার ঘটনায় প্রায় ৩০০ জন আহত হন। এরমধ্যে ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ম্যাগি জানান, ৪০টি দেশের নাগরিক ব্রাসেলসের হামলায় আহত হয়েছেন। এরমধ্যে বেলজিয়ামের বিভিন্ন হাসপাতালে এখনও ১৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। সরকারিভাবে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও তা যেকোনও সময় বদলে যেতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে ৪ জন কোমায় চলে গেছেন। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে বুধবার বেলজিয়ামের রাজা ও রাণি ব্রাসেলসে বোমা হামলার শিকার বিমানবন্দরটি পরিদর্শনে যান। হামলায় আহতদের বেশ কয়েকজনের সঙ্গেও দেখা করেন তারা। 

ব্রাসেলস হামলায় আহতদের একজন

উল্লেখ্য,মঙ্গলবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে  পৃথক বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন মেট্রো স্টেশনের হামলায় এবং ১৪ জন বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত হন বলে জানানো হয়। তবে, বুধবার সরকারিভাবে ৩১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!