X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার দায়ে ৭ ইরানি অভিযুক্ত

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১০:৩৬আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১০:৩৬
image

অভিযুক্ত ইরানিদের ছবি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের দায়ে সাত ইরানি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ গঠন করেছে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংকসহ প্রায় ৫০টি আর্থিক প্রতিষ্ঠান এবং নিউ ইয়র্ক ড্যাম-এ সাইবার হামলার জন্য ঐ ব্যক্তিদের অভিযুক্ত করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
মাত্র আগের দিনই মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার দায়ে একজন চীনা নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ইরানের ভেতরে থেকেই মার্কিন প্রতিষ্ঠানগুলোতে হ্যাকিং-এর চেষ্টা করছিলেন। অভিযুক্তরা ইরান সরকারের হয়ে কাজ করছিলেন বলেই অভিযোগ যুক্তরাষ্ট্রের।
এছাড়া এর সঙ্গে ইরানের সেনাবাহিনী রেভ্যুউলিশনারি গার্ড-ও জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ‘হ্যাকাররা অত্যন্ত অভিজ্ঞ’ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল, লরেটা লিঞ্চ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, আমেরিকান অনলাইন অপারেশন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই সকল হামলা চালানো হয়েছে।’

এসব হামলার কারণে হ্যাকিং-এর শিকার প্রতিষ্ঠানগুলোর লাখ লাখ ডলার লোকসান হয়েছে বলেও উল্লেখ করেন লরেটা লিঞ্চ।

অভিযুক্তদের নাম-আহমদ ফাথি, হামিদ ফিরোজি, আমিন শোকোহি, সাদেঘ আহমদজাদেগান, ওমিদ গাফফারিনিয়া, সিনা কেইসার ও নাদের সেইদি। এর মধ্যে আহমদজাদেগান ও গাফফারিনিয়া নাসার সার্ভার ও ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করে। আর ফিরোজি নিউইয়র্কের বোউমান ড্যামের কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারতেন।

তবে এসব অভিযুক্তকে ইরান যে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে সেরকম কোনও সম্ভাবনা নেই। অবশ্য এফবিআই কর্মকর্তাদের আশা, পৃথিবী ছোট হওয়ায় কোনও না কোনও সময় ওই অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে আসতে পারেন। আর তাই তাদের ধরার জন্য তৎপরতা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া