X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বাসভবন খুঁজেছিল ব্রাসেলসে হামলাকারীরা

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ২০:৪৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২০:৪৭

ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলাকারী আত্মঘাতী জিহাদি ইন্টারনেটে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের কার্যালয় ও বাসার অনুসন্ধান করেছিল। হামলার পর একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা একটি কম্পিউটার থেকে এ তথ্য উদ্ধার করা হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী

সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া এক প্রতিবেদন অনুসারে, ধ্বংস করা কম্পিউটারে রাস্তা থেকে তোলা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছবি ও ভবনের নকশা রয়েছে। কম্পিউটারে বোমা হামলাকারীদের একে অপরকে পাঠানো সর্বশেষ বার্তাও রয়েছে।

বিমানবন্দরে হামলাকারীদের একজন ব্রাহিম এল-বাক্রাউই নিজেকে পলাতক ও নিরাপদ বোধ করছেন না বলে উল্লেখ করেছেন।

ব্রাসেলস হামলার একদিন পর ম্যাক্স রুজ স্ট্রিটের একটি পরিত্যক্ত ডাস্টবিনকে কম্পিউটারটি উদ্ধার করা হয়। বিমানবন্দরের সিসিটিভিতে ধরা পড়া তিন সন্দেহভাজন একই রাস্তা দিয়ে ট্যাক্সিতে ওঠেছিল। ট্যাক্সির চালক পরে পুলিশকে ওই ঠিকানায় নিয়ে যায়। সেখানে বিস্ফোরক সামগ্রী পাওয়া গিয়েছে।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, উদ্ধার করা কম্পিউটারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবন এবং বাসভবনের ছবি পাওয়া গিয়েছে। ব্রাহিমের ভাই যেখানে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় সেই একই রাস্তায় প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত। 

আরেকটি স্থানীয় পত্রিকা দাবি করেছে, হামলাকারীরা শুধু ইন্টারনেটে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসন্ধান করেছে।  তারা আরও বেশ কিছু বিষয় নিয়েও অনুসন্ধান করেছে।

তৃতীয় সন্দেহভাজন হামলাকারীকে খুঁজতে কম্পিউটারে প্রাপ্ত তথ্য পুলিশের অন্যতম সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। তৃতীয় হামলাকারীর বোমাটি বিস্ফোরিত হয়নি। বেলজিয়াম পুলিশ এফবিআইকে ল্যাপটপের হার্ডডিস্কের কপি পাঠিয়েছে তা ভালো করে পর্যবেক্ষণের জন্য।

মঙ্গলবার বেলজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক জোড়া বোমা হামলায় নিহত ৩২ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। এদের ১৭ জন বেলজিয়ামের এবং বাকি ১৫ জন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। এখনও ৯৪ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে বেশ কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া