X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আরও ১০ হাজার সিরীয় শরণার্থী নেবে কানাডা

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৯:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৯:৫৯

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে অতিরিক্ত ১০ হাজার শরণার্থী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। বৃহস্পতিবার জার্মানি সফররত কানাডার অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম তার দেশের এ সিদ্ধান্তের কথা জানান।

বার্লিনে সিবিসি নিউজকে তিনি টেলিফোনে বলেন, “শরণার্থীদের পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাদের সাদরে গ্রহণ করবো।”

গত কয়েক মাসে দেশটি ২৫ হাজারেরও বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে কানাডা। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, কানাডার অধিবাসীদের মধ্যে সিরীয় শরণার্থীদের গ্রহণ করার ব্যাপারে বিভক্তি রয়েছে।

অভিবাসন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত কানাডায় মোট ২৬ হাজার ২০০ সিরীয় শরণার্থী এসে পৌঁছেছেন। আরও ১৬ হাজারেরও বেশি আবেদন প্রক্রিয়াধীন কিংবা চূড়ান্ত হয়েছে।

২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে জীবন বাঁচাতে দেশ ছেড়েছেন ৩০ লক্ষাধিক মানুষ।

এসব আবেদনের মধ্যে এমন কী যেসব শরণার্থী এখনো এসে পৌঁছাননি তারাও রয়েছেন। এর আগে ম্যাককালাম বলেছিলেন, কানাডার ১০টি রাজ্যই শরণার্থী গ্রহণ করার ব্যাপারে সম্মত হয়েছে।

২০১৫ সালের ১৮ অক্টোবর জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন উদারপন্থী দল কানাডা’র সাধারণ নির্বাচনে জয়লাভ করে। পূর্বসূরি প্রধানমন্ত্রী রক্ষণশীল দলীয় স্টিফেন হারপারের শরণার্থী নীতির বিপরীত অবস্থানে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন জাস্টিন ট্রুডো। হারপার কানাডায় শরণার্থী গ্রহণে অনাগ্রহী ছিলেন।

অপেক্ষাকৃত উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত ইউরোপের উদ্দেশে পাড়ি দেন দুনিয়ার নানা প্রান্তের বিপুল সংখ্যক মানুষ। এদের অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিক। ছয় বছরের গৃহযুদ্ধে জর্জরিত দেশটির অনেক নাগরিক জীবন বাঁচাতে দেশ ছাড়াকেই আপাত সমাধান হিসেবে ধরে নিয়েছেন। তবে নানা কারণে নিজ দেশ ছাড়লেও ইউরোপের দেশগুলোতে তারা মিশ্র পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অনেকে শরণার্থীদের বরণ করে নিলেও মুসলিমবিদ্বেষী অবস্থান থেকে এ বিষয়ে নেতিবাচক অবস্থান দেখিয়েছে স্লোভাকিয়ার মতো কিছু দেশ।

জীবন বাঁচাতে এভাবেই প্রতিনিয়ত দেশ ছাড়ছেন বিপুল সংখ্যক সিরীয় নাগরিক।

২০১৫ সালের ডিসেম্বরে প্রাচীন ইসলামি সঙ্গীত ‘তালা আল-বাদরু আলাইনা’ গেয়ে নিজ দেশে একদল সিরীয় শরণার্থীকে স্বাগত জানায় কানাডার শিশুরা। ইউটিউবের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটা বেশ প্রশংসিত হয়।

ইউরোপে আশ্রয়প্রার্থীদের ওপর করা সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে গত ২৯ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকনোমিস্ট। এতে বলা হয়, ২০১৫ সালের শেষ তিন মাসের তুলনায় বর্তমানে ইউরোপে শরণার্থীদের গ্রহণের হার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৬০ শতাংশ আশ্রয়প্রার্থী ইউরোপের দেশগুলোতে থাকার অনুমতি পেয়েছেন। এখন পর্যন্ত এ হার সর্বোচ্চ। রেকর্ড পরিমাণ সংখ্যায় শরণার্থীদের আশ্রয় দিয়েছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ড। এতে দেখা যায়, খোলা মনে শরণার্থীদের বরণ করছেন ইউরোপীয়রা।

সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধে দেশটির সর্বাধিক সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইউরোপের আরেক দেশ তুরস্ক। নিজ দেশে অবস্থানরত ২৭ লাখ সিরীয় নাগরিকের জন্য প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে আঙ্কারা। প্রথম থেকেই অবশ্য সিরীয় শরণার্থীদের পাশে দাঁড়ায় তুরস্ক। তবে ইউরোপের অন্য দেশগুলোতে শরণার্থী গ্রহণের হার সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। আশ্রয় আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে অধিক সংখ্যক মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে। সিরিয়া, ইরিত্রিয়া ও ইরাকের শরণার্থীদের আশ্রয় আবেদন গ্রহণের হার ৯০ শতাংশের বেশি। অন্য দেশগুলোর ক্ষেত্রে আশ্রয় আবেদন গ্রহণের হার মাত্র ২৮ শতাংশ। সূত্র: সিবিসি নিউজ, গার্ডিয়ান, দ্য ইকনোমিস্ট।

/এমপি/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়