X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বন্দেমাতরমই ভারতের প্রকৃত জাতীয় সঙ্গীত: আরএসএস

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৮:০৬আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৮:০৮
image

বন্দেমাতরমই ভারতের প্রকৃত জাতীয় সঙ্গীত: আরএসএস বন্দেমাতরমকেই ভারতের প্রকৃত জাতীয় সঙ্গীত মনে করে বিজেপির মতাদর্শ সরবরাহকারী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ- আরএসএস। তারা মনে করে, গেরুয়া ঝাণ্ডাকে জাতীয় পতাকা বিবেচনা করলে সেটা ভুল হবে না। মুম্বাইয়ে দীনদয়াল উপাধ্যায় ইন্সস্টিটিউটে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস-এর সাধারণ সম্পাদক জোশী জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন।  
ভাইয়াজী জোশী সংবিধান স্বীকৃত জাতীয় সঙ্গীত হিসেবে  ‘জনগণমন’ সম্পর্কে কার্যত তার আপত্তি জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, গেরুয়া ঝাণ্ডাকে জাতীয় পতাকা হিসেবে মানা হলে তা ভুল হবে না। এক্ষেত্রে তাঁর দাবি,  গেরুয়া ঝাণ্ডা আগে হয়েছে। তিরঙ্গা পরে হয়েছে।
জোশী বলেন, ‘জনগণমন’ এখন আমাদের জাতীয় সঙ্গীত। এর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এই সঙ্গীতে দেশপ্রেম ছাড়া অন্য কোনও অনুভূতির প্রশ্নই নেই। একইসঙ্গে জোশী বলেন,  'সংবিধানের সিদ্ধান্ত অনুসারে জনগণমন জাতীয় সঙ্গীত  হলেও প্রকৃত অর্থে বন্দেমাতরমই আসল জাতীয় সঙ্গীত।'
জোশী প্রশ্ন তোলেন, ‘জনগণ কখন লেখা হয়েছিল? কিছুদিন আগে। জনগণমন-তে যে অনুভূতি প্রকাশিত হয়েছে তা, রাষ্ট্রের কথা মাথায় রেখে তা করা হয়েছে। আর বন্দেমাতরম-এ যে অনুভূতি রয়েছে তা দেশের চরিত্র ও ভাবধারা তুলে ধরেছে। এই হলো জনগণমন ও বন্দেমাতরমের পার্থক্য। তবে দুটি সঙ্গীতকেই সম্মান করতে হবে।’

বন্দেমাতরমই ভারতের প্রকৃত জাতীয় সঙ্গীত: আরএসএস


উল্লেখ্য, বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ কবিতা হিসেবে লিখেছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা হয়ে ওঠে ওই কবিতা। ১৯৫০-এ বঙ্কিমচন্দ্রের কবিতার প্রথম দুটি স্তবককে ‘জাতীয় গান’ হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় সঙ্গীত হয় জনগণমন।

ইতোমধ্যেই সংঘ প্রধান মোহন ভাগবতের ভারত মাতা কি জয় সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে এই মন্তব্য করলেন জোশী। সূত্র: আইবিএন, দ্য হিন্দু

/বিএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া