behind the news
Vision  ad on bangla Tribune

ইন্দোনেশিয়ায় কুমিরের আক্রমণে রুশ পর্যটক নিহত

বিদেশ ডেস্ক০৯:১৩, এপ্রিল ০৩, ২০১৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় ডাইভিং সাইটে কুমিরের আক্রমণে এক রুশ পর্যটক নিহত হয়েছেন। শনিবার দেশটির এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। নিহত ওই পর্যটকের নাম সের্গেই লিখভার।

সের্গেই লিখভার

কর্তৃপক্ষ তার নিখোঁজ হওয়ার খবর পাওয়ার চার দিন পর গত মঙ্গলবার ওয়েস্ট পাপুয়ার রাজা আমপাতে দ্বীপপুঞ্জ থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। স্থানীয় তল্লাশী ও উদ্ধার বিভাগের প্রধান কর্মকর্তা প্রাসেতিও বুদিয়ারর্তো বলেন, ‘গত সপ্তাহে কর্তৃপক্ষ লিখভারের নিখোঁজ হওয়ার খবর পায়। প্রত্যন্ত মিনিয়াইফান দ্বীপের কাছে নিখোঁজ হওয়ার একদিন পর কর্তৃপক্ষকে খবরটি দেয়া হয়।’

বুদিয়ার্তো জানান, উদ্ধারকর্মীরা লিখভারের মরদেহটি দেখতে পাওয়ার সময় মৃতদেহটির পেছনে একটি বিরাট আকৃতির লোনা পানির কুমির দেখতে পান। তার মরদেহ খুঁজে পাওয়ার সময় একটি হাত কাটা পাওয়া যায়।  

৩৭ বছর বয়সী ওই রুশ পর্যটক একজন গাইড এবং স্কুবা ডাইভার। তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে ডাইভিং (ডুবসাঁতার) করার জন্যই ইন্দোনেশিয়ায় এসেছিলেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন সকালে তিনি একাই বের হওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র: ডেইলি মেইল।  

/এসএ/বিএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ