behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান

বিদেশ ডেস্ক১৩:০০, এপ্রিল ০৩, ২০১৬

আছড়ে পড়া সেই বিমানটিযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক হাইওয়েতে একটি বিমান গাড়ির ওপর আছড়ে পড়লে একজন নিহত হয়েছেন। এছাড়া বিমানের পাইলট এবং যাত্রী সহ ৫ জন আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি কারিগরী ত্রুটির কারণে হাইওয়েতে একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। গাড়িটির পেছনের সিটে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। ৩৮ বছর বয়সী ওই নিহতের নাম অ্যান্টোনিট ইসাবেল। বিমানের পাইলট এবং যাত্রীরা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল কর্মকর্তা ক্রিস প্যারেন্ট জানিয়েছেন, গাড়ির চালকের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তিনি আরও জানান, গত কয়েক বছরের মধ্যে তিনি এমন আরও তিনটি ঘটনা জানেন, যেখানে বিমানগুলো হাইওয়েতে ল্যান্ড করতে বাধ্য হয়। কিন্তু এবার ল্যান্ডিংয়ের সময় বিমান নিয়ন্ত্রণে রাখতে না পারায় বিমানটি হাইওয়ের ওই গাড়ির ওপর আছড়ে পড়ে। সূত্র: বিবিসি।
/এসএ/বিএ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ