behind the news
Vision  ad on bangla Tribune

যুক্তরাষ্ট্রে মহানবী (সা.)কে অবমাননার দায়ে মুসলিম দোকানদারকে হত্যা

বিদেশ ডেস্ক১৬:৪৬, এপ্রিল ০৭, ২০১৬

যুক্তরাষ্ট্রে গ্লাসগোর এক মুসলিম দোকানদারকে হত্যার দায় স্বীকার করেছেন সে দেশের একজন ট্যাক্সি চালক। তিনি জানিয়েছেন, ‘মহানবী (সা.)কে অবমাননা করায় ওই দোকানদারকে হত্যা করেছেন তিনি।
প্রায় দুই সপ্তাহ আগে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড অঞ্চলের বাসিন্দা তানভির হাসান নামের ৩২ বছর বয়সী ওই ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে গ্লাসগোর শল্যান্ড এলাকায় আসাদ শাহ নামের এক দোকানিকে তার দোকানের সামনেই হত্যা করার অভিযোগ আনা হয়।  
বুধবার তানভিরকে গ্লাসগোর আদালতে হাজির করা হলে তিনি আত্মপক্ষ সমর্থনের কোনও চেষ্টা করেননি। ক্রাউন অফিস জানায়, তিনি এতোদিন নিরাপত্তা হেফাজতে রিম্যান্ডে ছিলেন। এবার তাকে গ্লাসগোর হাইকোর্টে হাজির করা হবে।
পরে বুধবার বিকেলে, আইনজীবীর মাধ্যমে তানভির আদালতকে জানান, মহানবী (সা.)কে অবমাননার দায়েই তিনি ওই ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করেছেন। তিনি জানান, ওই ট্যাক্সি ড্রাইভার নিজেকেই নবী দাবি করেছিলেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট
/বিএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ