X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাবি শিক্ষক হত্যাকাণ্ডের খবর

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২৩:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ০০:০৩
image


আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাবি শিক্ষক হত্যাকাণ্ডের খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে শনিবার সকালে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। ইতোমধ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। রাবিশিক্ষক হত্যাকাণ্ডের খবর বিশ্বের শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘রাজশাহীতে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অধ্যাপককে কুপিয়ে হত্যা’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। পুলিশ বলছে, অতীতে একই ধরনের হামলায় বেশ কয়েকজন ধর্মনিরপেক্ষ ব্লগার খুন হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘বাড়ির পাশে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষককে কুপিয়ে হত্যা’। প্রতিবেদনে পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, এ হত্যাকাণ্ডে জঙ্গিরা জড়িত থাকতে পারেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ‘বাংলাদেশে অধ্যাপককে কুপিয়ে হত্যা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক খুন হয়েছেন। অতীতে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার মিল রয়েছে।

 

 আরও পড়ুন: মার্কিন জোটের বিমান হামলায় চারমাসে নিহত মাত্র ২০ বেসামরিক ব্যক্তি! দ্য গার্ডিয়ান

আরও পড়তে পারেন:  ডা. ইমরান এইচ সরকার ক্ষমতাসীন দলের নেতারা বাদে সবাই খুন হচ্ছেন: ইমরান

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশি শিক্ষক হত্যার দায় স্বীকার করল আইএস’। প্রতিবেদনে বলা হয়, আইএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করছে বলে জঙ্গি কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ টুইট করেছে। রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিনের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, অধ্যাপক রেজাউলের গলার অন্তত তিনবার ছুরি চালানো হয়েছে। 

 আরও পড়ুন: আইএসের কারারক্ষী ছিলেন ব্রাসেলসের হামলাকারী!

রয়টার্সে প্রকাশিত সংবাদে বলা হয়, সন্দেহভাজন জঙ্গিরা বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছেন। দুই থেকে তিনজন আক্রমণকারী মোটরসাইকেলে এসে রেজাউল করিম নামের ওই শিক্ষকের ওপর হামলা চালায়।

এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। পুলিশের বরাতে বলা হয়, ধারণা করা হচ্ছে জঙ্গিরা এ হামলা চালিয়েছে। ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি ‘বাড়ির কাছে বাংলাদেশি অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বাড়ির কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা একজন অধ্যাপককে কুপিয়ে হত্যা করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বুদ্ধিজীবী ও কর্মীদের ওপর নৃশংস সিরিজ হামলার সর্বশেষ ঘটনা এটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে প্রকাশিত সংবাদে বলা হয়, শনিবার সন্দেভাজন মুসলিম জঙ্গিরা বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে কুপিয়ে হত্যা করেছেন। এ সময় হত্যাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে।

এছাড়া, ভারতের টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট, পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন, অস্ট্রেলিয়ার এবিসি নিউজ, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, এএফপিসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে রাবি শিক্ষকের হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়। সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

/এসএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা