X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৩:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৩:৪৯
image

জেল থেকে জামিনে মুক্তির পর কানহাইয়া-উমর-অনির্বাণ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) প্রাঙ্গণে আফজাল গুরুকে নিয়ে অনুষ্ঠান আয়োজন এবং তাতে রাষ্ট্রদ্রোহী স্লোগানের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি ঘোষণা করেছে। অভিযুক্ত জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার, পিএইচডি-র শিক্ষার্থী অনির্বাণ ভট্টাচার্য এবং উমর খালিদসহ আরও কয়েকজনকে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঘোষিত শাস্তির বিধান প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
আরও পড়ুন: বেইজিং-এর আপত্তিতে দলকুন ইসার ভিসা বাতিল করল ভারত
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। পিএইচডি-র শিক্ষার্থী অনির্বাণ ভট্টাচার্য এবং উমর খালিদকে ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা উল্লেখ করে তাদের এক সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের কথা বলা হয়েছে। তাদের ২০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। কাশ্মিরের শিক্ষার্থী মুজিব গাট্টুকে দুই সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছে, সঙ্গে ২০ হাজার রুপি জরিমানা। আরও কয়েকজন শিক্ষার্থীকেও জরিমানা করা হয়েছে। জেএনইউ-তে পরীক্ষা চলাকালীন সময়ে এই শাস্তি ঘোষণা করা হলো।
আরও পড়ুন: সুইফট সিস্টেম হ্যাক করা হয়েছিল: ব্রিটিশ নিরাপত্তা গবেষকদের দাবি
চলতি বছরের ১৪ মার্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠান আয়োজনের জন্য কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করে। কমিটির অভিযোগ ওই অনুষ্ঠানে প্রকাশ্যে কথিত ভারত-বিরোধী স্লোগান দেওয়া হয়। তদন্ত কমিটির সেই সুপারিশের ভিত্তিতেই ওই শিক্ষার্থীদের জরিমানা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে সোমবার এক বৈঠকের পর জেএনইউ ছাত্র সংসদ ওই রায়কে মানতে অস্বীকার করেছে। কানহাইয়া তদন্ত কমিটির দিকেই প্রশ্ন তুলে বলেছেন, ‘ওই তদন্ত কমিটি একপাক্ষিক তদন্ত করেছে। যা অগ্রহণযোগ্য।’
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি কাশ্মিরের স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা করে অনুষ্ঠান আয়োজন ও তাতে দেশবিরোধী বক্তব্য ও স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এরপর দেশদ্রোহিতার অভিযোগে ১২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমারকে। ২৩ ফেব্রুয়ারি উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট তাদের তিনজনকেই অন্তর্বর্তীকালীন জামিন দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
মিয়ানমারে সংঘাত, সীমান্ত পেরিয়ে মিজোরামে হাজারো মানুষ
সর্বশেষ খবর
কুমিল্লার সাবেক এমপি ও এক ব্যবসায়ীর দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের
কুমিল্লার সাবেক এমপি ও এক ব্যবসায়ীর দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি
সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি
করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় আরও একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
অকার্যকর মুক্তিযোদ্ধা সংগঠনের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেবে মন্ত্রণালয়
অকার্যকর মুক্তিযোদ্ধা সংগঠনের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেবে মন্ত্রণালয়