X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেড়ানোর জন্য অন্যরকম সৈকত

নাদিয়া নাহরিন
২১ জুলাই ২০১৮, ২১:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫

সমুদ্র সৈকতে গেলেই মন ভালো হয়ে যায় সবার! তাই ভ্রমণকারীদেরকে সাগরপাড় সবসময় কাছে টানে। নীল জলরাশি আর সাদা কিংবা সোনালি বালুময় সৈকতেই সাধারণত বেড়াতে যায় পর্যটকরা। তবে অতুলনীয় ও কিছুটা অদ্ভুত সমুদ্রতটও আছে পৃথিবীর বিভিন্ন দেশে। রোমাঞ্চপ্রেমীদের জন্য তিন পর্বে আমরা জানাবো বিশ্বের অন্যরকম সৌন্দর্যমণ্ডিত ১৫টি সমুদ্র সৈকতের গল্প। আজ থাকছে প্রথম পর্ব।

মালদ্বীপের ভাদুর সাগরপাড় আলোকিত সাগরপাড়
সূর্য ডোবার পর সময় গড়ানোর সঙ্গে আলোকিত হয়ে ওঠে মালদ্বীপের ভাদুর এই সমুদ্র সৈকত। রাতের বেলায় যেন পুরো আকাশ নেমে আসে সাগরপাড়ে। একঝলকে মনে হবে নক্ষত্রালোকিত আকাশ। এর কারণ কিছু সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন। এই প্রাণি পৃথকভাবে অতি ক্ষুদ্র। সেগুলো রাতের আঁধারে জ্বলজ্বল করে।
মালদ্বীপের ভাদুর সাগরপাড় ভাদু সাগরপাড়ের পুরোটা জুড়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের সমাহার। সেজন্যই আলোয় আলোকিত হয়ে ওঠে এই সৈকত। তাই এর নাম ‘গ্লো-ইন-দ্য-ডার্ক বিচ’।

ক্যালিফোর্নিয়ার গ্লাস বিচ কাচের সৈকত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘গ্লাস বিচ’ এখন দেখতে চোখধাঁধানো। বাংলায় বলা যায়, এর নাম কাচের সৈকত। সেখানে দেখা যায় হাজার হাজার কাচের পাথর। এর পেছনে লুকিয়ে আছে অন্ধকার অতীত। বহু বছর আগে স্থানীয়রা বিভিন্ন আবর্জনা ফেলে রেখে যায় সেখানে। সাগরপাড়ে যেসব কাচ এখন দেখা যায়, সেগুলো মূলত ওইসব আবর্জনা বা জঞ্জাল। সাগরের স্রোতে ভেসে সেগুলো ফিরে এসেছে এই সৈকতে। এরপর জলের তোড়ে ধীরে ধীরে তা রূপ নিয়েছে কাচে।

ফ্রেঞ্চ গিয়ানার গ্রিন স্যান্ড সৈকতে সবুজ বালি
বেলাভূমি সাধারণত সোনালি হয়। কোনও কোনও ক্ষেত্রে তা হলদে নয়তো সাদা দেখায়। কিন্তু ফ্রেঞ্চ গিয়ানার কুহুর সাগরপাড়ের বেলায় তা মোটেও খাটছে না। এই সমুদ্রতটে গেলে চোখে পড়বে সবুজ রঙের বালি! সেজন্যই এর নাম ‘গ্রিন স্যান্ড বিচ’। একবার ভাবুন তো, বেড়াতে গিয়ে দাঁড়িয়ে আছেন সবুজ বালুকাবেলায় আর সামনে নীল জলরাশি!

মেক্সিকোর গুহায় হিডেন বিচ গুহায় লুকিয়ে থাকা সাগরপাড়
মেক্সিকোর সবচেয়ে উল্লেখযোগ্য বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম ইজলাস মারিয়েতাসে অবস্থিত এই সাগরপাড়। স্থানীয়রা জায়গাটিকে বলে প্লাইয়া দেল আমোর। এর বাংলা করলে দাঁড়ায় ‘প্রেমের সৈকত’। সৈকতটি অবশ্য ‘হিডেন বিচ’ নামে বেশি পরিচিত। এর কারণ সাগরপাড়টি একটি গুহার ভেতরে। গুহার ওপরে বিশাল একটি ফাঁকা অংশ রয়েছে, সেখান দিয়েই সূর্যের আলো পৌঁছে যায় এই নির্জন সৈকতে।

বাহামাস দ্বীপে পিঙ্ক স্যান্ড বিচ গোলাপি বালির সৈকত
আটলান্টিক মহাসাগরের প্রবাল দ্বীপ বাহামাসের এই গোলাপি সৈকতে মধুচন্দ্রিমা উদযাপনের জন্য ভিড় করে নবদম্পতিরা। এটি পরিচিত ‘পিঙ্ক স্যান্ড বিচ’ নামে। সমুদ্রতটে ছড়িয়ে থাকা বালিতে ফ্যাকাশে গোলাপি আভা আর নীল জলরাশির চেয়ে রোমান্টিকতা আর কীসে থাকতে পারে! স্বর্গ বুঝি একেই বলে!

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন