X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কম খরচে তুরস্কে বেড়ানোর সুবর্ণ সুযোগ

রিয়াসাত আশরাফ
১৪ আগস্ট ২০১৮, ২২:৫০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২৩:০২

কম খরচে তুরস্কে বেড়ানোর সুবর্ণ সুযোগ টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’-এর সুবাদে অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফতের স্বর্ণযুগ সম্পর্কে সবারই জানা। ঐতিহাসিক এ সাম্রাজ্য সম্পর্কে জানতে প্রতি বছর তুরস্কে ভিড় করেন বিপুলসংখ্যক পর্যটক। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন দেশটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দিলে তুর্কি লিরার দরপতন ঘটে। আর ডলারের বিপরীতে লিরা’র এই দরপতনকেই বেড়ানোর সুবর্ণ সুযোগ হিসেবে নিয়েছেন পর্যটকরা। লিরার দরপতনের সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়েছে সেখানকার পর্যটন শিল্পে। হোটেলগুলোতেও বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যা।

গত ১০ আগস্ট এক ডলার দিয়ে ছয় লিরা কেনা গেছে। অথচ জানুয়ারি মাসেও এক ডলার দিয়ে চার লিরা কেনা যেতো। লিরা’র দরপতনে পর্যটকদের সুবিধা হচ্ছে, এক ডলার খরচ করে আগে যতটা তুরস্কের মুদ্রা পাওয়া যেতো, এখন তার চেয়ে অনেক বেশি পাওয়া যাবে। ফলে খরচ কমে আসবে।

ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান টমাস কুক বলছে, তুরস্কে ঘুরতে যাওয়ার জন্য এটাই জুতসই সময়। তাদের মতে, এ বছর যুক্তরাজ্য থেকে তুরস্কের ভ্রমণের হার ৬৪ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণ প্রতিষ্ঠান টিইউআই বলছে, বিদেশি পর্যটক আকর্ষণে তুরস্ক বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। গ্রীষ্মে ব্রিটিশ নাগরিকরা যেসব লোকেশনে ঘুরতে পছন্দ করেন তাদের বড় অংশই যান তুরস্কে। দেশটির বিখ্যাত পর্যটন এলাকা ইজমির, আনতালিয়া ও মারমারিস বরাবরই তাদের ব্রিটিশদের প্রিয়।

প্রচলিত ধারার খাবার, পানীয় আর সমুদ্র সৈকতের আকর্ষণের বাইরে গত কয়েক বছরে ভিন্ন এক ট্রেন্ড গড়ে উঠেছে দেশটিতে। আর তা হচ্ছে হালাল পর্যটন দিয়ে মুসলিম পর্যটকদের আকর্ষণের চেষ্টা। দেশটির সমুদ্র উপকূলে এমন অনেক হালাল হোটেল গড়ে উঠেছে যেখানে কোনও মদ্যপানের ব্যবস্থা নেই, থাকে না নাচ-গান। এমনকি পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা সুইমিং পুল। ফলে রক্ষণশীল মুসলিমদের সহজেই আকর্ষণ করেছে এসব উদ্যোগ।

তুরস্কের উল্লেখযোগ্য পর্যটন এলাকাগুলোর মধ্যে রয়েছে মেন্দেরেস নদীর উপত্যকায় অবস্থিত পামুক্কালে, এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের সীমানা নির্দেশক প্রণালী বসফরাস, ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী ইস্তাম্বুল শহর, নান্দনিক স্থাপত্য নিদর্শন হ্যাগিয়া সোফিয়া, প্রাচীন শহর হিয়েরাপোলিস, হট এয়ার বেলুনে চড়ে আনন্দ উপভোগের জন্য বিশ্বখ্যাত কাপ্পাদশিয়া, আজিয়ান সাগর ও ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকা।

পর্যটন আকর্ষণে তুরস্কের অন্য উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে আনতালিয়া প্রদেশে অবস্থিত আলতিনবেসিক কেভ ন্যাশনাল পার্ক, ঐতিহাসিক কেপেদোসিয়া এলাকা, বার্সায় অবস্থিত আরাস জলপ্রপাত, ইস্তাম্বুলের আরাস্তা বাজার, আনতালিয়ার পুরনো শহরে অবস্থিত কালেইসি প্রভৃতি।

তুরস্কে পর্যটন আকর্ষণের উল্লেখযোগ্য স্থানগুলো:

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে