X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বান্দরবান সেজেছে নতুন রূপে

মো. নজরুল ইসলাম টিটু, বান্দরবান
১৬ আগস্ট ২০১৮, ১৯:১৭আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:০৮

বান্দরবান সেজেছে নতুন রূপে ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান সেজেছে নতুন রূপে। খোলা হয়েছে নতুন দুই পয়েন্ট হিমাচল ও স্মৃতি স্পট। এছাড়া পর্যটন কমপ্লেক্সের রান্নাঘর ওয়াক ওয়ে মঞ্চ, সিঁড়ি, ছোট পার্ক, ক্যাবল কারের ঘরসহ বিভিন্ন স্থানের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন হয়েছে।

বান্দরবানের অধিকাংশ হোটেল-মোটেল সেজেছে নতুনভাবে। এগুলোর ব্যবসায়ীরা আশা করছেন, আসন্ন কোরবানির ঈদে বিপুলসংখ্যক পর্যটক বান্দরবানে ভিড় জমাবেন। পর্যটকবাহী চান্দের গাড়ি আর মাইক্রোবাসের ব্যবসায়ীরাও একই আশা করছেন।

বান্দরবানে মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত, রিজুক ঝরনা, প্রান্তিক লেক, নীল দিগন্তসহ সুউচ্চ পাহাড় ও সাঙ্গু নদীর মনোরম দৃশ্য ছাড়াও রয়েছে মনকাড়া অসংখ্য পর্যটন স্পট। পাহাড়-কন্যা বান্দরবানের এসব প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতি বছর ঈদে ও অন্যান্য সরকারি ছুটিতে দেশের ভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক। এবারও তাদের পদচারণায় পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠবে বলে আশা হোটেল ব্যবসায়ীদের।

বান্দরবান আবাসিক হোটেল রিভার ভিউ’র ম্যানেজার সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদুল আজহা হবে আগামী ২২ আগস্ট। এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমাদের হোটেলে কিছুটা বুকিং হচ্ছে। তবে গত বছরের কোরবানি ঈদের তুলনায় এবারের বুকিং তুলনামূলকভাবে অনেক কম। আমাদের এখনও অনেক রুম খালি পড়ে আছে। অবশ্য সামনে বুকিং হবে বলে আশা করছি।’

বান্দরবান সেজেছে নতুন রূপে একইরকম তথ্য দিলেন বান্দরবান পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতি বছরের মতো এবারও হোটেল-মোটেলগুলোকে পর্যটকদের জন্য সাজিয়ে রেখেছি। আশা করছি, পর্যটকরা এখানে এসে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। যদিও অন্যান্য বছরের তুলনায় এবার এখন পর্যন্ত হোটেল বুকিংয়ের সংখ্যা অনেক কম।’

হোটেল বুকিং কম থাকায় কিছুটা হতাশ অন্য ব্যবসায়ীরা। বান্দরবান মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল বলেন, ‘আমাদের গাড়িগুলো পর্যটকদের জন্য প্রস্তুত করে রেখেছি। সবাই আমাদের গাড়িতে চড়ে নিরাপদে বেড়াতে পারবে। তবে বিভিন্ন হোটেল-মোটেল আশানুরূপ বুকিং না হওয়ায় আমরা হতাশ। তারপরও বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হবে বলে আশা করছি।’

বান্দরবান সেজেছে নতুন রূপে বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) মো. দাউদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে বান্দরবানের সব পর্যটন কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঘুরে বেড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

ডিসি’র সঙ্গে তাল মিলিয়ে বান্দরবান পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে যেসব পর্যটক বান্দরবানে বেড়াতে আসবেন, তাদের জন্য প্রতিটি পর্যটন কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, প্রত্যেক পর্যটক জেলায় নিরাপদে বেড়াতে পারবেন।’

/এফএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা