X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক

আবদুল আজিজ, কক্সবাজার
২১ আগস্ট ২০১৮, ০৯:০০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০৯:০০

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক কক্সবাজার সমুদ্র সৈকতে সারাবছরই দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ভিড় থাকে। ঈদ এলে সেই সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ। নগর জীবনের যান্ত্রিকতা ছেড়ে সাগরপাড়ের বালিয়াড়িতে আনন্দে মেতে ওঠেন ভ্রমণপিপাসুরা। আসেন বিদেশিরাও। গত রোজার ঈদের মতো এবার কোরবানির ঈদেও বিপুলসংখ্যক পর্যটক সমাগম হবে বলে আশাবাদী কক্সবাজারের হোটেল ব্যবসায়ীরা।

জানা গেছে, রোজার ঈদের মতো এবারও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে লেগেছে নতুন সাজ। সংস্কার করা হয়েছে বেশকিছু হোটেল। সব মিলিয়ে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল মালিকরা।

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক কক্সবাজারে প্রায় সাড়ে ৪০০ আবাসিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজ রয়েছে। এছাড়া সৈকতকেন্দ্রিক কিটকট, দোকান, মার্কেট, রেস্তোরাঁসহ পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে সহস্রাধিক। এসব তথ্য জানিয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছর ঈদে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মুনাফার মুখ দেখেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, হোটেল সী-গালের ইতোমধ্যে তাদের প্রায় সব রুম বুকিং হয়ে গেছে। বিশেষ করে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট সময়ের সব বুকিং শেষ। এর পরের দিনগুলোর বুকিংও হচ্ছে প্রতিদিন। হোটেলটির ম্যানেজার নুরুল আলম মিথুন বাংলা ট্রিবিউনের কাছে আশাবাদ ব্যক্ত করেন, কোরবানির ঈদেও আশানুরূপ ব্যবসা হবে।

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক কক্সবাজার হোটেল লং বিচের হেড অব অপারেশন মোহাম্মদ তারেক বাংলা ট্রিবিউনকে জানালেন, প্রতি বছর ঈদ মৌসুমে প্রচুর পর্যটক কক্সবাজারে সমাগম হয়। তার মন্তব্য, ‘প্রাকৃতিক আবহাওয়া ও দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় কোরবানি ঈদের সময়টাতে আশানুরূপ পর্যটক আসতে পারেছ। ফলে কক্সবাজারের পর্যটন শিল্পে যুক্ত ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। পর্যটকদের সেবা দিতে সবার মধ্যে রয়েছে সুস্থ প্রতিযোগিতা।’

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক এদিকে কক্সবাজারে হোটেল-মোটেল জোনে যারা বেড়াতে আসে, তাদের জন্য সার্বিক নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও হোটেল মালিকদের সঙ্গে সভা করে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি। এই সংগঠনের সভাপতি হিসেবে আছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আমাদের আশা, পর্যাপ্ত নিরাপত্তায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে।’

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলে রাব্বি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এবারের ঈদে পর্যটকদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তারা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় সেজন্য প্রশাসনের বিশেষ ব্যবস্থা থাকবে।’

কক্সবাজারে ঈদে হোটেল বুকিংয়ের হিড়িক কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানালেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে তার বক্তব্য হলো, ‘পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করা দরকার, সব ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। জেলার প্রতিটি পর্যটন স্পটে স্ট্রাইকিং ফোর্সসহ অতিরিক্ত টহল পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা