X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাফ নদীর মোহনায় জালিয়ার দ্বীপে তৈরি হবে পর্যটনকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৯

নাফ ট্যুরিজম পার্কের নকশা নাফ নদীর মোহনায় বাংলাদেশ অংশে টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপের আয়তন ২৭১ দশমিক ৯৩ একর। সঙ্গে রয়েছে বন বিভাগের ২১ দশমিক ১২ একর জমি। দ্বীপের একপাশে মিয়ানমার, অন্যপাশে বাংলাদেশের নেটং পাহাড়। এই দ্বীপে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এজন্য ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী থাইল্যান্ডের সিয়াম সিয়াম ইন্টারন্যাশনাল।

জানা গেছে, নাফ ট্যুরিজম পার্কে স্থাপন করা হবে তারকা হোটেল, জিমনেসিয়ামসহ অ্যাপার্টমেন্ট, রিসোর্ট, বিনোদন পার্ক, লাইভ এন্টারটেইনমেন্ট থিয়েটার ও মিউজিয়াম, বোলিং সেন্টার, ঘূর্ণায়মান রেস্টুরেন্ট, মেগা শপিং মল, সিনেমা হল, ওয়াটার স্পোর্টস বিচ, গলফ ক্লাব, কেবল কার, মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেইন। পর্যটকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা দিতে থাকবে ক্যাবল কার, প্যারা সেইলিং, স্কুবা ডাইভিং, সি-ক্রুসিং।

জালিয়ার দ্বীপ (ছবি: সংগৃহীত) পর্যটনকেন্দ্র নির্মাণের অভিজ্ঞতা রয়েছে সিয়াম সিয়াম ইন্টারন্যাশনালের। থাইল্যান্ডের প্রতিষ্ঠানটি পর্যটনকেন্দ্র, ওয়াটার পার্কসহ বিনোদন কেন্দ্র স্থাপন করেছে। বাংলাদেশে ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক, কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট স্থাপনের কাজও করেছে তারা।

জানা গেছে, গত বছর জার্মানভিত্তিক ইউনিকনসাল্টের মাধ্যমে নাফ ট্যুরিজম পার্কের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা করা হয়। নাফ ট্যুরিজম পার্কের উন্নয়ন কাজ পাঁচ বছরে সম্পন্ন হবে ধাপে ধাপে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ১২ হাজার মানুষের।

সমঝোতা স্মারকে সই (ছবি: সংগৃহীত) নাফ ট্যুরিজম পার্ক গড়তে ইতোমধ্যে সমঝোতা স্মারকে সই করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য হারুনুর রশীদ ও সিয়াম সিয়াম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিয়াটকাটি সোমিয়ুথ।

এ প্রসঙ্গে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, ‘সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে জালিয়ার দ্বীপকে ট্যুরিজম পার্কে রূপান্তর করা হবে। এজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। এই পার্কের জন্য ঝুলন্ত সেতু নির্মাণের চূড়ান্ত নকশার কাজ সমাপ্তির পথে।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!