X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিমানে বিনামূল্যে যেসব সেবার কথা অনেকের অজানা

জার্নি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৫

শিশুদের যত্নে বিমানে বিনামূল্যে সেবা দেয় বেশকিছু এয়ারলাইনস অনেক বিমানে এমন কিছু সেবা আছে, যেগুলোর কথা যাত্রীদের বেশিরভাগই জানে না। অথচ কোনও বাড়তি পয়সা খরচ না করেই এসব অজানা সেবার জন্য তারা ফ্লাইট অ্যাটেনডেন্টের কাছে অনুরোধ রাখতে পারেন। বিজনেস ক্লাস তো বটেই, ইকোনমি ক্লাসের যাত্রীদেরও বিনামূল্যে এসব সেবা দেওয়া হয়।

যাত্রীরা সন্তানদের নিয়ে ভ্রমণ করলে বেশকিছু এয়ারলাইন্স বিনামূল্যে শিশু-কিশোরদের যত্নের জন্য প্যাকেজ বরাদ্দ রাখে। যেমন গালফ এয়ার আকাশপথে শিশুদের জন্য ন্যানি অর্থাৎ আয়া দিয়ে থাকে। খাবারের সময় তারা শিশুদের দেখভাল করেন। ফলে মা-বাবা নিজেদের মতো করে খেতে পারেন।

ইতিহাদ এয়ারওয়েজের ফার্স্ট ক্লাস ভ্রমণকারীরাও বিমানে ন্যানির সুবিধা পেয়ে থাকেন। তারা পুরো ফ্লাইটে শিশুদের যত্ন নেন। সঙ্গে থাকে ব্যাগভর্তি খেলনা আর আঁকাআঁকির রঙপেন্সিল ও কাগজ। এই ফ্লাইট ক্রুরা প্রশিক্ষণ নিয়েছেন বোরল্যান্ড কলিগে। ব্রিটিশ রাজপরিবারও সেখান থেকে ন্যানি নেয়।

বিমানে শিশুদের জন্য বিনামূল্যে ব্যাগ ও খেলনা দেওয়া হয় বেশিরভাগ এয়ারলাইনসে ভার্জিন গ্যালাক্টিকে দেওয়া হয় বিনামূল্যে শিশুতোষ বিনোদনমূলক প্যাকেজ। এর মধ্যে থাকে চোখের মাস্ক, মোজা, কলম, নোটবুক ও ছোট আকারের ব্যাকপ্যাক।

এমিরেটসও শিশুদের একইরকম সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে কুমির অথবা হাতি আকৃতির খেলনা। সম্প্রতি ব্যাগ ও স্টেশনারি ডিজাইনের জন্য লোনলি প্লানেটের সঙ্গে হাত মিলিয়েছে এই এয়ারলাইনস। বাংলাদেশ থেকেও বিশ্বের বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করে এমিরেটস।

কাতার এয়ারওয়েজ শিশুদের জন্য রাখে ব্যাগভর্তি পাজল ও গেমস। এছাড়া লাঞ্চবক্সের আঙ্গিকে শিশুদের খাবারের বক্স দেওয়া হয়, চাইলে এটি সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ থেকেও ফ্লাইট অপারেশন চালাচ্ছে এই এয়ারলাইনস।

ব্রিটিশ এয়ারওয়েজেও শিশুদের বিনোদনের জন্য বই, খেলনা, রঙপেন্সিলসহ সুদৃশ্য ব্যাকপ্যাক দেয় বিনামূল্যে।

এসব সেবা পেতে অনুরোধ করতে পারেন যেকোনও আসনের যাত্রী তাইওয়ানিজ এয়ারলাইন ইভা এয়ার চালু করেছে কার্টুনের থিমে হ্যালো কিটি ফ্লাইট। এ বছরের শুরুতে গ্রীষ্মকালীন ছুটিতে শিশু-কিশোরদের জন্য ফ্লাইটে লাইব্রেরি যুক্ত করে ইজি জেট। এতে রয়েছে সাতটি ভিন্ন ভাষার ১ লাখ ৭৫ হাজার বই!

এছাড়া হৈ-হুল্লোড়ে অন্য যাত্রীদের যেন বিরক্তি না ধরে সেজন্য কিছু এয়ারলাইনস শিশুদের জন্য উন্মুক্ত জায়গা রাখে। যেমন ২০১৬ সালে ভারতীয় এয়ারলাইন ইন্ডিগো তাদের প্রিমিয়াম আসনে চালু করে নীরব স্থান, যেখানে শিশুদের যাওয়ার অনুমতি নেই। বাংলাদেশ থেকেও ফ্লাইট অপারেশন চালাচ্ছে ইন্ডিগো।
সূত্র: সানডে এক্সপ্রেস

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা