X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল চারদিকে সবুজ মাঠ। এর মাঝে বেশ কিছু বিলে ফুটে আছে অসংখ্য শাপলা। সবুজ পাতার মাঝে লাল শাপলা। দূর থেকে দেখে মনে হয় যেন লাল-সবুজ পতাকা! গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গীপাড়ার বিলগুলোতে দেখা যাচ্ছে এমন অপরূপ দৃশ্য। সেখানে ফুটে থাকা অসংখ্য শাপলার সুবাদে বিলগুলোতে পড়েছে লালগালিচার আমেজ।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল কান্দিবিল, ছত্রকান্দার বিল, জোয়ারিয়ার বিলসহ গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ২৫টি বিলে জন্ম নিয়েছে লাল শাপলা। এর সুবাদে বেড়েছে বিলের সৌন্দর্য। চারদিক বলা যায় লালে লালে একাকার! প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসেন সব বয়সী ভ্রমণপিপাসুরা। বিলে নৌকায় ঘুরে বেড়ান তারা।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল জানা গেছে, এসব বিল মূলত ফসলি জমি। এগুলোতে বোরো মৌসুমেই শুধু ধান চাষ করেন কৃষকেরা। এরপর জমিতে বর্ষার পানি এসে যায়। সেখানেই প্রতি বছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল তবে অনেক বছর আগে এসব বিলের জমিতে সাদা-সবুজ শাপলা জন্ম নিতো। কিন্তু ১৯৮৮ সালের বন্যার পর থেকে জন্ম নেয় লাল শাপলা। এই অভূতপূর্ব দৃশ্য পর্যটকদের মন কাড়ে সহজেই। তাদের অনেকে বললেন, ‘এখানে এলে মন ভরে যায়। এ দৃশ্য মনোরম।’

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার এসব মনোরম দৃশ্যকে এখানে আগত পর্যটকদের আকৃষ্ট করবে বলে মনে করে স্থানীয় প্রশাসন। ভ্রমণপিপাসুদের এসব বিলে বেড়াতে আসার আহ্বান জানান কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ।

বিলজুড়ে শাপলা, সবুজের মাঝে লাল কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাহফুজুর রহমান মনে করেন, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কোটালীপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি ছাড়াও বিভিন্ন বিলের লাল শাপলা ও পদ্মফুলের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করছে। তিনি এসব অপরূপ দৃশ্য ও ঐতিহাসিক স্থান দেখার আমন্ত্রণ জানান পর্যটকদের।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া