X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পর্যটনের বিকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান

খুলনা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪

খুলনার শহীদ হাদিস পার্ক থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’। তাই আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ওয়েব টুলস, মোবাইল অ্যাপস ও ট্যুরিস্ট স্পট ভিত্তিক ম্যাপ তৈরির পরামর্শ দিয়েছেন খুলনার জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)  সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তারা এসব পরামর্শ দেন।

এ আয়োজনে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বক্তৃতা করেন খুলনা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান মো. লালন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

সভায় ট্যুর অপারেটর, রেস্তোরাঁ মালিক, এনজিও প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে পর্যটন শিল্পের জন্য খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চল বেশ সম্ভাবনাময়। এখানে রয়েছে বৈচিত্র্যময় ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই জায়গা দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এই অঞ্চলের পর্যটনের বিকাশে সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৪২ একর জায়গায় শেখ রাসেল ইকো পার্ক তৈরি করছে সরকার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী