X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পে বিনিয়োগ প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩

ট্যুরিজম ফেস্টে বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল টেকসই উন্নয়ন ও পর্যটন শিল্প বিকাশে বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেছেন, ‘বিনিয়োগ বাড়াতে সরকার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) গুরুত্ব দিচ্ছে।’ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আয়োজিত ট্যুরিজম ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, ‘ডব্লিউটিটিসির তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ১১ লাখ ৩৮ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতে সংশ্লিষ্ট। ২০২৬ সালে বাংলাদেশে প্রত্যক্ষভাবে এই খাতে ১২ লাখ ৫৭ হাজার লোক কাজ করবে। ইমেজ বৃদ্ধি করা গেলে বাংলাদেশের পর্যটন শিল্প জিডিপিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তাই টেকসই উন্নয়নে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ অপরিহার্য। এজন্য দরকার পর্যটন শিল্পে বিনিয়োগ। সরকারও পিপিপি ও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনেরর সুযোগ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।’

মন্ত্রীর মন্তব্য, ‘পর্যটন ইতোমধ্যে বিশ্বব্যাপী বৃহত্তম শিল্প হিসেবে আত্নপ্রকাশ করেছে। ছয় দশক ধরে পর্যটন শিল্পের নতুন নতুন গন্তব্য চিহ্নিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন সংক্রান্ত কর্মকাণ্ড বেড়েছে। অনেক দেশ শুধু অভ্যন্তরীণ পর্যটন শিল্পের উন্নয়ন ঘটিয়ে জাতীয় অর্থনীতি সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।’

পর্যটন ক্ষেত্রে বাংলাদেশ অসীম সম্ভাবনাময় উল্লেখ করে একেএম শাহজাহান কামাল বলেন, ‘আমাদের রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, হাজার বছরের প্রাচীন পুরাকীর্তি, বিশ্ব ঐতিহ্য, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাতিগত বৈচিত্র্য। পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য প্রয়োজন তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রচারণা।’

একেএম শাহজাহান কামালের ভাষ্য, ‘বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি, যা বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক। প্রযুক্তির ব্যবহারের ফলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন আগের তুলনায় সহজতর ও স্বাচ্ছন্দ্যময় হয়েছেI পর্যটন শিল্পও ব্যতিক্রম নয়। ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি পর্যটকদের ঘুরে বেড়ানো সহজ করে দিয়েছে। এর মাধ্যমে তারা সহজেই ভ্রমণের গন্তব্য নির্বাচন করতে পারছেনI বিমান ও রেলের টিকিট বুকিং, হোটেল বুকিং, মিউজিয়ামের টিকেট ক্রয়সহ্ ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন সেবা পর্যটকরা এখন অতিদ্রুত ও সহজেই গ্রহণ করতে পারছেন। তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলেই এটি সম্ভব হচ্ছে।’

ট্যুরিজম ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা সারাবিশ্বে বাংলাদেশের পর্যটন খাত তুলে ধরা সম্ভব হয়নি বলে মন্তব্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের। তিনি বলেন, ‘আমাদের অনেক ট্যুরিস্ট প্রোডাক্ট রয়েছে। সবাইকে সম্মিলিতভাবে সেগুলো তুলে চেষ্টা করতে হবে। কক্সবাজারে সন্ধ্যার পর পর্যটকদের বিনোদনের কোনও ব্যবস্থা নেই। আমরা দেশি সংস্কৃতি উপস্থাপনসহ আরও বেশি পর্যটনমুখী কর্মকাণ্ড বৃদ্ধির উদ্যোগ নিচ্ছি। সেখানে বিশেষ পর্যটন এলাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের ভুলত্রুটি ভুলে আমরা সামনে এগিয়ে যেতে যাই।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি তৌফিক ইউ আহমেদ বলেন, ‘বাংলাদেশে ভারত দূতাবাসের শুধু ঢাকা অফিসে প্রতিদিন ৬ হাজার ভিসা দেওয়া হয়। এতে করে দেশটিতে বাংলাদেশি পর্যটকদের যাওয়া বৃদ্ধি পেয়েছে। অথচ ভারতে বাংলাদেশের পাঁচটি হাইকমিশন থাকলেও তারা সহজে ভিসা দেন না। বাংলাদেশ হাইকমিশন ভিসা প্রক্রিয়া সহজ করলে ভারত থেকেও প্রচুর পর্যটক আসতো। এ বিষয়টি সরকারের বিবেচনা করা প্রয়োজন।’

বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ। পর্যটকদের জন্য বিশেষ ট্যুরিজম জোন তৈরির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, টোয়াবের পরিচালক তৌফিক রহমান, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক আনজিম আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এই ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে এটিজেএফবি। তিন দিনের এ উৎসবে প্রতিদিন সকাল ১০টা থেকে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করছে। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন বিকাল ৫টায় রয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী ও ফোক নৃত্যের পাশাপাশি থাকছে লালন, বাউল ও জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

উৎসবের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পাওয়ার্ড বাই ইউএস-বাংলা এয়ারলাইন্স। সহ-পৃষ্ঠপোষক নভোএয়ার, রংধনু গ্রুপ, রিজেন্ট এয়ারওয়েজ ও দ্য ওয়ে ঢাকা। এছাড়া ফেস্টিভ্যালে ফুড পার্টনার ওয়েল ফুড। ট্যুরিজম ফেস্ট ২০১৮-এ সহযোগী পার্টনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, টোয়াব ও আটাব।

/সিএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা