X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশীয় পর্যটনের বিকাশে গতিশীল হবে এভিয়েশন খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২

ট্যুরিজম ফেস্টের সমাপনী দিনে অতিথি ও আয়োজকরা দেশে পর্যটনের বিকাশ হলে এভিয়েশন খাতও গতিশীল হবে। পর্যটন খাতের বিকাশে কার্যকর ব্যবস্থা নিলে হোটেল, রিসোর্ট ও ট্যুর অপারেটরদের পাশাপাশি দেশি এয়ারলাইনসগুলোর প্রসারের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এয়ারলাইনসগুলো দেশীয় পর্যটনের ব্র্যান্ডিং করলে এই খাতের বিকাশ হতে পারে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আয়োজিত ট্যুরিজম ফেস্টের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

লোকজন আগের চেয়ে অনেক বেশি ভ্রমণপিপাসু হয়েছে বলে মনে করেন নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহ উল ইসলাম। তিনি বলেন, ‘মানুষ ঘুরে বেড়াতে চায় বলেই এয়ারলাইনসগুলোর ফ্লাইট বেড়েছে। আমরাও পর্যটনবান্ধব ট্যুর প্ল্যানিং নিয়ে যাত্রীসেবা দেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি, পর্যটনের বিকাশ হলে এভিয়েশন খাত আরও গতিশীল হবে।’

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলামের মন্তব্য, বাংলাদেশে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তার অভিমত, ‘দেশের আকর্ষণীয় পর্যটন স্পটগুলো চিহ্নিত করে বিদেশে প্রচারণা চালালে বিদেশি পর্যটক বাড়বে। পর্যটক বাড়লে দেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

সরকার পর্যটন ও এভিয়েশন খাতকে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার (মার্কেট রিসার্চ) এএসএমম নজরুল ইসলাম। তার তথ্য অনুযায়ী, দেশীয় বিমানবন্দরগুলোর রানওয়ে সম্প্রসারণসহ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। তার কথায়, ‘এয়ারলাইনসগুলো যাত্রীবান্ধব হলে ও পর্যটক আকর্ষণে ব্যবস্থা নিলে এই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারের মন্তব্য, ‘দেশি এয়ারলাইনসগুলোকে যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি ফ্লাইট শিডিউল ঠিক রাখতে হবে। পর্যটন স্পটগুলোর নিরাপত্তা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এভিয়েশন খাত গতিশীল হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানেজার (পাবলিক রিলেশন) তাসমিন আক্তার, এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ প্রমুখ।
ট্যুরিজম ফেস্টের সমাপনী দিনে গান গেয়ে শোনান গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও ফোক শিল্পী ফকির শাহাবুদ্দিন। এছাড়া দেশের এয়ারলাইনস ও ট্যুর অপারেটররা তাদের সেবা তুলে ধরেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় গত ২৭ সেপ্টেম্বর থেকে তিন দিনের ট্যুরিজম ফেস্ট আয়োজন করে এটিজেএফবি। উৎসবের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, পাওয়ার্ড বাই ইউএস-বাংলা এয়ারলাইনস। সহ-পৃষ্ঠপোষক নভোএয়ার, রংধনু গ্রুপ, রিজেন্ট এয়ারওয়েজ ও দ্য ওয়ে ঢাকা। ট্যুরিজম ফেস্টের সহযোগী পার্টনার বাংলাদেশ পর্যটন করপোরেশন, টোয়াব ও আটাব।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা