X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পর্যটনের বিকাশে নতুন প্রজন্মকে যত্নবান হওয়ার আহ্বান

জার্নি রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৭

বিজয়ীদের পাশে বিহা সভাপতি এইচ এম হাকিম আলী ও অধ্যাপক তসলিমা আকতার বাঁধন বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে নতুন প্রজন্মের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে তাদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের সহকারী অধ্যাপক তসলিমা আকতার বাঁধন। শনিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বিশ্ব পর্যটন দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতি ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি এইচ এম হাকিম আলী। পর্যটন উন্নয়নে হোটেল আগ্রাবাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিহা সভাপতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘ক’ শাখায় প্রথম বাংলাদেশ ইলিমেন্টারি কলেজের তাফান্নুম আজম তাহা, দ্বিতীয় গানার্স ইংলিশ স্কুলের সাওর রহমান ও তৃতীয় হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল ও কলেজের সাফেরা মাকারিম। একই গ্রুপে সান্ত্বনা পুরস্কার পেয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নুসরত জাহান লুবনা, বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নুসরাত জাহান প্রীতি, এমবি গ্রামার স্কুলের জাগ্রত রায় মোনাম ও চট্টগ্রাম ভিক্টোরিয়া ন্যাশনাল স্কুলের তাসমিনা আহমেদ রাইসা।

‘খ’ শাখায় প্রথম অপর্ণা চরণ সিটি করপোরেশন গার্লস হাইস্কুলের আদ্রি দাস, দ্বিতীয় বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল ও কলেজের তাসনিম ফারজানা ও তৃতীয় হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল ও কলেজের সাদিয়া রহমান ফারিহা। এ শাখায় সান্ত্বনা পুরস্কার পেয়েছে ডা. খাস্তগীর সরকারি গার্লস হাইস্কুলের সাজিয়া আফরিন প্রাপ্তি ও তাহিয়া তানজুম, বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাইস্কুল ও কলেজের মেহজাবিন বিনতে মোর্শেদ ও রেলওয়ে পাবলিক হাইস্কুলের মাজরাবিন বিনতে মোর্শেদ।

৩৮ বছর ধরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ। এবারও ব্যতিক্রম হয়নি। গত ২২ সেপ্টেম্বর তাদের আয়োজনে চিত্রকর্ম প্রতিযোগিতায় অংশ নেয় নগরীর বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ২০০ শিক্ষার্থী। শনিবার তাদের মধ্য থেকে বিজয়ীরা পুরস্কার পেয়েছে। 

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে হোটেল আগ্রাবাদ থেকে বের হয় শোভাযাত্রা। এরপর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে এটি। এছাড়া হোটেল আগ্রাবাদে ওইদিন ছিল বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!