X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পর্যটকদের আকর্ষণ ভারতের পাঁচরকম নাচ

নাদিয়া নাহরিন
১১ নভেম্বর ২০১৮, ২৩:৫৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৯

গানের কথায় কথায় তাল মেলানো, শাস্ত্রীয় ভারতীয় ঢঙ, হিপ-হপ কিংবা বলিউডের ঘরানা; নাচই ভারতের অন্যতম আকর্ষণ। নাচ দেখেই বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের মধ্যে এই দেশ ভ্রমণের ইচ্ছে জাগে। ধর্মীয় উৎসব থেকে শুরু করে বিয়ে, পথের মোড়ে মোড়ে, মন্দিরে, মঞ্চে নাচ-গানে আনন্দ উদযাপন করা হয়। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের ট্রাভেল বিভাগে ভারতের আকর্ষণীয় পাঁচটি নাচের কথা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে।

পর্যটকদের আকর্ষণ ভারতের পাঁচরকম নাচ ভারতনাট্যম
ভারতের সবচেয়ে প্রাচীন শাস্ত্রীয় নাচ ভারতনাট্যমের শেকড় রয়েছে দক্ষিণ-পূর্ব রাজ্য তামিলনাড়ুর মন্দিরগুলোতে। বর্তমানে ভারতের অনন্য শিল্পকলা হিসেবে ভরতনাট্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সাধারণত একজন করে নারী এই নাচ পরিবেশন করে থাকেন। শতাব্দী পুরনো এই নাচের প্রতিটি মুদ্রার মাধ্যমে মাধ্যমে নৃত্যশিল্পীকে কল্পকাহিনী ফুটিয়ে তুলতে হয়। এজন্য প্রয়োজন হয় শারীরিক পরিশ্রম। ভরতনাট্যম নৃত্যশিল্পী দক্ষিণা বৈদ্যনাথন বলেন, অভিব্যক্তি প্রকাশের শিল্পকলা অভিনয়ের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় নাচের সব ধরন পরিবেশনা বেশ পরিশ্রমের। কোনও কিছু বোঝাতে গেলে পুরো দেহকে অভিনয় করতে হয়। শরীরকে তখন কথা বলতে হয়।’

সুফি কথক
ভারতের উত্তরাঞ্চলে ৪০০ খ্রিস্টপূর্বে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে যুক্ত হয় কথক। সংস্কৃতি শব্দ কথকের মানে হলো গল্প বলা। উত্তর ভারতে চারণকবিদের সঙ্গে ঐতিহ্যগতভাবে মিশে আছে এটি। মোগল সাম্রাজ্যের সময় এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে ভারতে মঞ্জরি চতুর্বেদির সুফি কথকের নতুন নাচের স্কুলে এতে যোগ করেছে অন্যমাত্রা। সেখানে শাস্ত্রীয় ঢঙের সঙ্গে সুফিবাদ উপকরণের সম্মিলন ঘটানো হয়েছে। সুফিবাদের সঙ্গে জড়িয়ে আছে ভারতে হাজার বছরের ইতিহাস।

পর্যটকদের আকর্ষণ ভারতের পাঁচরকম নাচ ভাংরা
ভারতের সবচেয়ে আনন্দময় শিল্পকলার মধ্যে ভাংরা অন্যতম। এর রয়েছে প্রাচুর্যময় ইতিহাস। পাঞ্জাবের ঐতিহ্যবাহী প্রাণচঞ্চল লোকজ আঙ্গিকের নাচ এটি। নবান্নের মতো উৎসব আয়োজনে এর জুড়ি নেই। কৃষকেরা ভাংরা নাচের মাধ্যমে নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদযাপন করতেন। বর্তমানে ভারতে বিয়ের অনুষ্ঠানে এই নাচ মূল আকর্ষণ। উদ্দীপনায় ভরপুর, ফুর্তির মেজাজ ও নাটুকে ভঙ্গি থাকে ভাংরায়।

হিপ-হপ
সত্তর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে মোড়ে মোড়ে তৈরি হয় হিপ-হপ ধাঁচের নাচ। এরপর বিশ্বজুড়ে জনপ্রিয় ঘরানা হয়ে ওঠে এটি। ভারতও ব্যতিক্রম নয়। দেশটির রাজধানী দিল্লি ও জনপ্রিয় শহর মুম্বাইয়ে কিছু নাচের দল ভারতীয় নাচের মুদ্রার সঙ্গে হিপ-হপের নান্দনিকতার মেলবন্ধন ঘটায়।

পর্যটকদের আকর্ষণ ভারতের পাঁচরকম নাচ বলিউড
নাচ-গানের সম্মিলনে বানানো বলিউডের কথা উল্লেখ না করলে ভারতের সমকালীন নৃত্য নিয়ে আলোচনা প্রায় অসম্ভব! হিন্দি ছবিতে নৃত্য পরিচালনা ও নাচের ক্ষেত্রে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে বৈশ্বিক ট্রেন্ডও মিশিয়ে দেওয়া হয়। কোরিওগ্রাফার শৈমাক দাভারের মতে, ‘বলিউডের নাচ মূলত আন্তর্জাতিক, ভারতীয়, সমকালীন আধুনিক, লোকজসহ সব আঙ্গিকের মিশ্রণ। এতে প্রাচ্য ও পাশ্চাত্যের অপূর্ব সম্মিলন ঘটিয়ে উপস্থাপন করা হয়।’
সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)