X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
কোন জেলার নামকরণ কীভাবে

ইংরেজ রাজকর্মচারীদের মুখে সাতঘরিয়া হয়ে গেলো ‘সাতক্ষীরা’

জার্নি রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ২৩:০৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২৩:০৬

ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। পণ্য, খাবার, পর্যটন আকর্ষণ কিংবা সাংস্কৃতিক বা লোকজ ঐতিহ্যে বাংলাদেশের জেলাগুলো স্বতন্ত্রমণ্ডিত। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার (ছবি: সংগৃহীত) সাতক্ষীরা জেলা
লৌকিক আচার-আচরণ, বিশ্বাস ও পৌরাণিকতায় সমৃদ্ধ সাতক্ষীরা প্রাচীনকালে বুড়ন দ্বীপ নামে খ্যাত ছিল। বঙ্গোপসাগরের আঁচলছোঁয়া সুন্দরবনকে বুকে নিয়ে সমৃদ্ধ এখানকার প্রকৃতি। সুন্দরবনের চোখজুড়ানো চিত্রল হরিণ, বিখ্যাত ডোরাকাটা বাঘ থেকে শুরু করে বনদেবী, রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা, বিভিন্ন মোগল কীর্তি, অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পুরাকালের কাহিনী, জারি-সারি, পালাগান, পালকি গানসহ গ্রামবাংলার লোকজ ঐতিহ্য সাতক্ষীরার সংস্কৃতির মূলধারা বহন করে চলেছে।

সাতক্ষীরা জেলার নামকরণ প্রসঙ্গে জানা যায়, চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী ১৭৭২ সালে নিলামে বুড়ন পরগনা কিনে গ্রাম স্থাপন করেন। তার ছেলে প্রাণনাথ চক্রবর্তী এখানে প্রতিষ্ঠিত করেন সাতঘর কুলীন ব্রাক্ষ্মণ। সেই থেকে এই জায়গার নাম হয় ‘সাতঘরিয়া’। ইংরেজ রাজকর্মচারীদের মুখে মুখে তা হয়ে যায় ‘সাতক্ষীরা’। পুরনো সাতঘরিয়াই বর্তমানের সাতক্ষীরা।

সাতক্ষীরার দর্শনীয় স্থানের তালিকায় আছে ঈশ্বরীপুর হাম্মামখানা, নলতা শরীফ, দরবার স্তম্ভ, জমিদার বাড়ি জামে মসজিদ, প্রবাজপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া জামে মসজিদ, সোনাবাড়িয়া মঠ মন্দির, অন্নপূর্ণা মন্দির, ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির, শ্যাম সুন্দর মন্দির, পর্যটন কেন্দ্র মোজাফফর গার্ডেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে বাংলাদেশের প্রথম খ্রিস্টান গির্জা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়