X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে বাংলাদেশ

জার্নি রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৮:৩১আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:০৩

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে বাংলাদেশ সারাবিশ্বের পাসপোর্টধারীদের মধ্যে কারা ভিসা ছাড়া কয়টি দেশে যাতায়াতের সুবিধা পান সেই র‌্যাংকিং প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ২০১৯ সালের তালিকায় বাংলাদেশ আছে ৯৭ নম্বরে। বাংলাদেশিরা ২০টি দেশে ভিসা ছাড়াই ও ২১টি দেশে ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় যাতায়াত করতে পারেন। 
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ওপর ভিত্তি করে ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে তৈরি হয় হেনলি পাসপোর্ট ইনডেক্স। বিশ্বের বৃহৎ ও সবচেয়ে সঠিক তথ্যাদি থাকে আইএটিএর কাছে। এই র‌্যাংকিং করে থাকে যুক্তরাষ্ট্র ভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক সংস্থা হেনলি অ্যান্ড পাসপোর্ট পার্টনারস।

আমেরিকার মধ্যে কেবল বলিভিয়ায় ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে বাংলাদেশিদের। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্য এই সুবিধা দেয় মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব-তিমুর। এছাড়া এশিয়ার ভুটান ও ইন্দোনেশিয়ায় যেতে ভিসা লাগে না বাংলাদেশিদের।  

তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বেশি পেয়ে থাকেন আফ্রিকায়। এ তালিকায় আছে বেনিন, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরেস আইল্যান্ড, জিবুতি, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মরিটানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিশেলেস, সোমালিয়া, টোগো, উগান্ডা। এছাড়া গাম্বিয়া ও লেসোথোতে যেতে বাংলাদেশের নাগরিকদের কোনও ভিসা প্রয়োজন হয় না। 

ক্যারিবীয় দ্বীপগুলোর মধ্যে ১১টি জায়গায় ভিসামুক্ত যাতায়াত করতে পারেন বাংলাদেশিরা। এগুলো হলো বাহামাস, বারবাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে বাংলাদেশ প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নুই ও ভানুয়াতুতে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন। এছাড়া সামোয়া ও টুভালুতে বাংলাদেশিদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে।

পৃথিবীর ১৮৫টি দেশে যেতে বাংলাদেশিদের পাসপোর্টে ভিসা থাকতে হয়। ২০১৯ সালের পাসপোর্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পাওয়া জাপানে যেতেও বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রয়োজন। এবারের সবচেয়ে দুর্বল পাসপোর্টের দেশ আফগানিস্তানে ঢুকতেও বাংলাদেশিদের ভিসা লাগে।
২০১৯ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের সঙ্গে ৯৭ নম্বরে যৌথভাবে আছে মধ্যপ্রাচ্যের লেবানন, উত্তর আফ্রিকার দুই দেশ লিবিয়া ও দক্ষিণ সুদান।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা