X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ২০:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:০৮

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হলো মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব। দেশের হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করে দিতেই এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ মঞ্চে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ। মেলা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, বাংলার হারিয়ে যাওয়া চারু ও কারুশিল্পীদের আদি ঐতিহ্য সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। তার প্রত্যাশা, ১৬৮ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত লোকশিল্প জাদুঘর ও পাশের পানাম সিটিকে সঠিকভাবে সাজানো গেলে সোনারগাঁও পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী বাজেটে সোনারগাঁওকে কেন্দ্র করে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু ইতিহাসে রয়েছে, ১৩৩৮ সালে ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁওয়ে প্রথম প্রাচীন বাংলার রাজধানী প্রতিষ্ঠিত করেন। ১৬০৮ সালে মোগল সম্রাট সুলতান ইসলাম খাঁর আমলে রাজধানী ঢাকায় স্থানান্তর হয়। সোনারগাঁওয়ের পানাম সিটি ব্যবহার করে ব্যবসা-বাণিজ্যের প্রসার করেন ঈশা খাঁ।

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু কে এম খালিদ মনে করেন, এসব ইতিহাস এমন একটি জায়গায় লিপিবদ্ধ করতে হবে যেন এখানে আসা পর্যটকরা একনজরে জানতে পারে। এজন্য ব্যবস্থা নিতে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালককে নির্দেশ দেন তিনি।

দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার্থে সোনারগাঁওয়ে বাংলার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি হোটেল গড়ে তোলার ওপর জোর দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার হচ্ছে, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে শহরমুখী মানুষের ঢল রোধ করা হবে।’

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলমসহ অনেকে।

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু এবারের মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৬০ জন কারুশিল্পী ১৭০টি স্টলে অংশ নিচ্ছেন। এই আয়োজনে রয়েছে ঝিনাইদহের শোলা শিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশী পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের পাটের কারুশিল্প এবং হাতি-ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশীকাঁথা, নকশী হাতপাখা, মুন্সীগঞ্জের শীতল পাটি ও পটচিত্র, মানিকগঞ্জের তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারু পণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প, নাটোরের শোলার মুখোশ শিল্প, ঢাকার কাগজের হস্তশিল্পসহ বিভিন্ন চারু ও কারুপণ্য।

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু এবারের মেলার আকর্ষণ গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম ‘ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্প’ বিশেষ প্রদর্শনী। এ উপলক্ষে গবেষণামূলক একটি ক্যাটালগ প্রকাশের উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এছাড়া হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা লাঠি খেলা, দোক খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী থাকবে প্রতিদিন।

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু প্রতিদিন কারুমঞ্চে পরিবেশিত হবে বাউলগান, পালাগান, কবিগান, জারি-সারি, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান। দেশের প্রায় চার হাজারের বেশি শিল্পী এসব অনুষ্ঠানে অংশ নেবেন।
ঢাকা থেকে গুলিস্তান হয়ে নারায়ণগঞ্জে আসা যায় সহজে। এরপর অটোতে চড়ে সোনারগাঁও পৌঁছালেই চোখে পড়বে লোককারুশিল্প জাদুঘর। 
ছবি: প্রণব রায়

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা