X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্যবহারের সময় এসেছে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:২৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ ও গৌরবময়। আমাদের প্রতিটি জেলার বিভিন্ন পুরাকীর্তি ও স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে মিথ। পর্যটন শিল্পের প্রসারে আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্যবহার করার সময় এসেছে।’ বুধবার (৩০ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আলাদা একটি প্রাণ আছে। মানুষকে মুগ্ধ করার আলাদা ক্ষমতা রয়েছে, পৃথিবীর আর কোথাও এমনটি পাওয়া যাবে না। আমাদের পাহাড়ের লেকের সৌন্দর্য ও সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো প্রাণ পৃথিবীর আর কোনও লেক বা সাগরে মিলবে না। বাংলাদেশের পল্লী অঞ্চলে বা বনভূমিতে জোছনা রাতে চাঁদের আলোর স্নিগ্ধতাও অতুলনীয়।’

বাংলাদেশের অনেক জায়গায় নতুন নতুন পর্যটন গন্তব্য আবিষ্কার হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তার কথায়, ‘আমাদের লক্ষ্য সব পর্যটন গন্তব্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা। আমাদের দ্বীপগুলোকে পর্যটন স্বর্গ হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে পর্যটন শিল্প আগামীতে দেশের অন্যতম প্রধান শিল্পে পরিণত হবে। তার নেতৃত্বে আমাদের সম্ভাব্য সব সুযোগ কাজে লাগিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।’

প্রতিমন্ত্রী মনে করেন, পর্যটন শিল্পের বিকাশে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের পর্যটনবান্ধব জাতি হিসেবে গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি পর্যটকেরা কোথাও যেন কোনও হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যেন সহজেই পর্যটন গন্তব্যে যাতায়াত করতে পারেন সেজন্য বিমানবন্দরের গ্রাহকসেবার মান আরও উন্নত করা হবে। এখন দেশের বিভিন্ন পর্যটন স্পটের কাছের সরকারি হোটেল-মোটেলগুলোকে আধুনিকায়নের কাজ চলছে।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অনুষ্ঠানে অতিথিরা মো. মাহবুব আলীর ভাষ্য, ‘আমরা চাইলে যেকোনও অসম্ভবকে সম্ভব করতে পারি। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এখন সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পর্যটন শিল্পের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা