X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে ইন্টারকন্টিনেন্টালের আয়োজন

জার্নি রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৭

ভালোবাসা দিবসে ইন্টারকন্টিনেন্টালের আয়োজন ভালোবাসা দিবস আগামী ১৪ ফেব্রুয়ারি। এর পরদিন সাপ্তাহিক ছুটি। তাই এবারের ভ্যালেন্টাইনস ডে একটু বেশিই উপভোগ্য হবে সবার কাছে। এ উপলক্ষে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় রয়েছে বিভিন্ন আয়োজন। এখানে রুমের ক্ষেত্রে রয়েছে প্যাকেজ। এছাড়া একেক রেস্তোরাঁয় পাওয়া যাবে একেক অফার। 

ক্যাফে সোশ্যালে ১৪ ফেব্রুয়ারি থাকবে বিভিন্ন স্বাদের কেক ও কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য গুডিস। একই রেস্তোরাঁয় পুরো ফেব্রুয়ারিতে যুগলদের জন্য রয়েছে ‘আফটারনুন টি’। অতিথিদের জন্য শেফরা বিশেষভাবে সাজিয়েছেন এটি। এর মধ্যে আছে ক্রিম পনিরের সঙ্গে শশা, রাইয়ের পাউরুটির ওপর সুগন্ধি লতা ও পেঁয়াজ, চিকেনের সঙ্গে মেয়নেজ, ঝাল স্বাদে বানানো ডিমের মেয়নেজসহ নরওয়ের স্যামন, প্রভৃতি। পেস্ট্রি ও কেক তো আছেই। প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অফার পাওয়া যাবে। দুই জনের জন্য ‘আফটারনুন টি’ প্যাকেজ ৩ হাজার ৯৯৯ টাকা (কর ও সারচার্জ অন্তর্ভুক্ত)।
খোলা আকাশের নিচে হিমশীতল আমেজে ভালোবাসা দিবসের সন্ধ্যা কাটাতে চাইলে বুকিং করা যাবে ইন্টারকন্টিনেন্টালের পুল ‘প্রাইভেট গজিবো’ ও ‘অ্যাকুয়া ডেক’। দুটি প্যাকেজেই রয়েছে মোমবাতির আলোয় খানাপিনা ও সরাসরি বেহালা পরিবেশনা। শেফরা দুটি ভিন্ন ‘ফোর কোর্স ডিনার’ তৈরি করছেন। দম্পতির জন্য প্রাইভেট গজিবো ডাইনিং প্যাকেজ ৯ হাজার ৯৯৯ টাকা (কর ও সারচার্জ অন্তর্ভুক্ত)। আর অ্যাকুয়া ডেক প্যাকেজের মূল্য দু’জনের জন্য ৭ হাজার ৯৯৯ টাকা (কর ও সারচার্জ অন্তর্ভুক্ত)।
ইন্টারকন্টিনেন্টালে ভ্যালেন্টাইন রুম প্যাকেজের আওতায় ডিলাক্স স্যুট রুমে ঢুকলেই মিলবে চকোলেট কেক। রাতে এলিমেন্টস রেস্তোরাঁয় বুফে ডিনার করতে পারবেন দম্পতিরা। এরপর অ্যাকুয়া ডেক পুলে খোলা আকাশের নিচে মিটিমিটি তারার আলোয় সময় কাটানো যাবে। পরদিন সকালে তাদের জন্য থাকবে বুফে নাশতা। চাইলে বিকাল ৩টায় চেক-আউট করা যাবে। প্যাকেজটি ২১ হাজার টাকা থেকে শুরু। 
এলিমেন্টসে ভালোবাসা দিবসে থাকবে বুফে ডিনার। শুধু খাবারেই নয়, সাজগোজ আর ফুলের সমারোহে থাকবে রোমান্টিক আবহ। জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক