X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অতিথি পাখির কলরবে মুখর কুষ্টিয়ার পাককৌলা গ্রাম

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০

পাককৌলা গ্রামে অতিথি পাখির কলরব কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নিভৃতপল্লী পাককৌলা গ্রামের তালবাড়িয়া বিল এখন অতিথি পাখির কলরবে মুখর। সকাল-বিকাল কিংবা সূর্যাস্তের সময় দলবেঁধে পাখির আকাশে ওড়ার অপরূপ দৃশ্য উপভোগ করছেন ভ্রমণপ্রেমীরা। পাখির কিচিরমিচির আর জলে ডানা ঝাপটানোর শব্দে মুখর থাকে গোটা তালবাড়িয়া বিল।

চিকিৎসক সাদ্দাম হোসেন জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিলে অতিথি পাখির সৌন্দর্য এককথায় মনোমুগ্ধকর। অতিথি পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে।’

পাককৌলা গ্রামে অতিথি পাখির কলরব কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রায় দুই যুগের বেশি সময় ধরে পাককৌলা গ্রামে শীত মৌসুমে পরিযায়ী পাখিরা আসছে। এখানে শামুকখোল, বক, বালিহাঁস, চাহা, রাজহাঁস, পাতি সরালীসহ নানান প্রজাতির পাখি দেখা যায়। বিলের ছোট ছোট মাছ আর শামুকই মূলত এসব পাখির প্রধান খাদ্য।

পাককৌলা গ্রামে অতিথি পাখির কলরব স্থানীয় তরুণ পাককৌলা গ্রামের সাজেদুল ইসলাম রকি বাংলা ট্রিবিউনকে জানান, তালবাড়িয়া বিলে পাখির আগমন ঘটে শীতের শুরু থেকেই। তখন এটি হয়ে যায় তাদের আবাসস্থল। তারা মার্চ পর্যন্ত অবস্থান করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কলতানে মুখর থাকে বিল।

পাককৌলা গ্রামে অতিথি পাখির কলরব আগে আরও বেশি পাখি আসতো বলে দাবি একই গ্রামের আরেক তরুণ আরিফিন শুভর। কিন্তু বিলে পানি কমে যাওয়ার কারণে সেই সংখ্যা কিছুটা কমে গেছে। ভ্রমণপ্রেমী বেড়ে যাওয়াও এর অন্যতম একটি কারণ বলে মনে করেন তিনি। তার মন্তব্য, ‘আগে এই বিলে পাখিদের পর্যাপ্ত খাদ্য ছিল। কিন্তু এখন মাছ চাষের কারণে এখন তা জোটে না।’

পাককৌলা গ্রামে অতিথি পাখির কলরব অতিথি পাখি যেন কেউ শিকার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখেন বলে জানান স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ। প্রশাসনের পক্ষ থেকে আছে নজরদারি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়