X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সড়কপথ ধরে হোটেলের বাগানে বোয়িং ৭৪৭

জার্নি ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩০

সড়কপথ ধরে হোটেলের বাগানে বোয়িং ৭৪৭ বিমান মানে আকাশযান। এই বাহন সাধারণত আকাশ ওড়ে। আকাশপথে চলাচল করে। কিন্তু কেএলএম এয়ারলাইনের বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজ কিনা বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে চললো! তাও তিন রাত ধরে।

১৫০ টন ওজনের বোয়িং ৭৪৭-৪০০ নেদারল্যান্ডসের আমস্টারডাম এয়ারপোর্ট স্কিফুল থেকে করেন্ডন ভিলেজ হোটেলের বাগানে পৌঁছায়। এই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে ১৭টি খাল, একটি মহাসড়ক ও একটি প্রাদেশিক সড়ক। এমন চিত্র আগে কখনও দেখা যায়নি।

তিন রাতের যাত্রায় বিমানটি হোটেলে নিয়ে যেতে উচ্চ ধারণক্ষমতার মালবাহী গাড়ি ব্যবহার করেছে ডাচ পরিবহন সংস্থা ম্যামোত। সেখানে এটি হয়ে উঠেছে ‘করেন্ডন বোয়িং ৭৪৭ এক্সপেরিয়েন্স’। ২০১৯ সালের মাঝামাঝি এর দরজা খুলবে। ফলে অতিথিরা অন্যরকম অভিজ্ঞতা অর্জন করবেন।

তবে করেন্ডন ভিলেজ হোটেলে অল্পসংখ্যক অতিথির বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজ সামনে থেকে দেখার সুযোগ হবে। যারা সেই সুযোগ পাবেন না, তাদের জন্য তিনটি ক্যামেরায় সরাসরি এটি দেখানো হবে।

সড়কপথ ধরে হোটেলের বাগানে বোয়িং ৭৪৭ ৩০ বছর ধরে নির্ভরযোগ্য সেবাদানের পর বোয়িং ৭৪৭-৪০০ বিমানটির ডানা বিশ্রাম নিয়েছে। একসময় এটি ‘সিটি অব ব্যাংকক’ নামে পরিচিত ছিল। করেন্ডন ভিলেজ হোটেলের উপযোগী রঙে সাজতে ইতালির রোমে গিয়েছিল এই উড়োজাহাজ। এরপর সেবাযোগ্য সব অংশ সরিয়ে ফেলে বিমান রিসাইকেল প্রতিষ্ঠান এইএলএস ।

সনির সাবেক সদর দফতরে করেন্ডন ভিলেজ হোটেল চালু হয় গত বছর। এতে ৬৮০টি কক্ষ, স্যুট ও অ্যাপার্টমেন্ট আছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবুর্গের রাজনৈতিক-অর্থনৈতিক ইউনিয়ন বেনেলাক্সে সবচেয়ে বড় হোটেল এটাই।

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা