X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিলেট রুট দিয়ে আকাশে ফিরছে ‘ময়ূরপঙ্খী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৫০

সিলেট রুট দিয়ে আকাশে ফিরছে ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ আবারও উড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে বিজি ৬০১ ফ্লাইট হিসেবে ঢাকা থেকে সিলেট যাবে এই আকাশযান। এরপর আনুমানিক দুপুর ২টায় কক্সবাজার যাবে বিমানটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে জানান, মেরামত কাজ শেষে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় আবারও বাণিজ্যিক যাত্রায় ফেরানো হচ্ছে ‘ময়ূরপঙ্খী’কে। এর রেজি. নং এস২এএইচভি।

গত ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল ও বোমা সাদৃশ্য বস্তু নিয়ে ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এর জেরে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ছিনতাই চেষ্টার সঙ্গে জড়িত মাহাদী ওরফে পলাশ আহমেদ কমান্ডো অভিযানে নিহত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়েছে, ‘মাহাদী নামের দুষ্কৃতিকারী বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে।’

বিমানটি প্রাথমিক মেরামত শেষে ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আনা হয়। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, এর ককপিটের দরজায় গুলির আঘাত লেগেছিল। এছাড়া কেবিনের ফ্লোরে রক্তের চিহ্ন লেগে যাওয়ায় সেগুলো পরিবর্তন করা হয়েছে। পুরো বিমানই পরীক্ষা করে দেখা হয়েছে।

এদিকে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিরাপত্তায় অবহেলার জন্য ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বেবিচকের দুই নিরাপত্তা কর্মকর্তা ও তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে বিমানবাহিনীর একজন সার্জেন্টকে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি