X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজে আটকে থাকা যাত্রীদের জন্য ২৩টি পিৎজা কিনলেন পাইলট

জার্নি ডেস্ক
০৬ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২৩:০৬

পিৎজা তুষারপাতের কারণে এয়ার কানাডার একটি ফ্লাইটের যাত্রীরা নিরুপায় হয়ে আটকা পড়েছিলেন। এ কারণে ধকল টের পাচ্ছিলেন তারা। তবে এর সমাধান জানতেন পাইলট। বিমানটির সব যাত্রীর কাছে তিনি পৌঁছে দিলেন ২৩টি পিৎজা।

গত ৪ মার্চ রাতে এয়ার কানাডার ৬০৮ ফ্লাইটটি টরন্টো থেকে নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সের উদ্দেশে রওনা দেয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নিউ বার্নসউইকের ফ্রেডেরিকটনের দিকে সরে যেতে বাধ্য হন পাইলট। বেশ কয়েক ঘণ্টা বিমানে আটকে থাকার পর খাবারের অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এয়ার কানাডার ফ্লাইটে পিৎজা খাচ্ছেন যাত্রীরা এয়ার কানাডার পাইলটের ফোন রিসিভ করেন অরোমক্টো শহরের মিঙ্গলারস রেস্টুরেন্ট অ্যান্ড পাবের ম্যানেজার জোফি ল্যারিভি। পনির ও পেপারনি দেওয়া ২৩টি পিৎজার অর্ডার নেন তিনি। তখন তার কথা ছিল এমন, ‘এক থেকে দেড় ঘণ্টা সময় লাগবে।’
জোফি ল্যারিভি জানান, এর আগে কখনও উড়োজাহাজে পিৎজা সরবরাহ করেননি। এমন অদ্ভুত অর্ডারকে ঘিরে সারারাত ধরেই তাদের মধ্যে কথা হচ্ছিল। তার কারিগরেরা একঘণ্টার মধ্যে ২৩টি পিৎজা বানিয়ে মিঙ্গলারস ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সেগুলো বিমানবন্দরে পাঠিয়ে দেয়। ল্যারিভি ফোন করে পাইলটকে পিৎজা সরবরাহের খবর দেন। ক্যাপ্টেন তখন দরজায় লোক পাঠিয়ে সেগুলো আনিয়ে নেন।
ফিলোমেনা হিউয়েস নামের একজন যাত্রী কানাডিয়ান গণমাধ্যম সিবিসি নিউজকে জানান, টরন্টো থেকে উড্ডয়নের পর আট ঘণ্টা উড়োজাহাজের ভেতর আটকে থাকা যাত্রীদের পেটপূজা করিয়ে প্রশংসা কুড়িয়েছেন পাইলট। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে খুব ধকল মনে হতো সবার, কিন্তু পাইলট ব্যাপারটা সহজ করে দিয়েছেন। তিনি নিজেই পিৎজা পরিবেশন করেছেন।’
পাইলটের ব্যবহারে মুগ্ধ মিঙ্গলারস রেস্টুরেন্ট অ্যান্ড পাবের ম্যানেজার জোফি ল্যারিভি। দ্রুত পিৎজা বানিয়ে পাঠানোর জন্য মঙ্গলবার (৫ মার্চ) তাকে ফোন করে ধন্যবাদ জানান এয়ার কানাডার ওই ক্যাপ্টেন। এদিন বিকালে হ্যালিফ্যাক্সে অবতরণ করে বিমানটি। 

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন