X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা

জামালপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ২০:০০আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫৭

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা ব্রিটিশ আমল থেকে সুদীর্ঘ প্রায় ২০০ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতি বছর ১ চৈত্র থেকে শুরু হয়ে এর মূল আয়োজন চলে ৩ চৈত্র পর্যন্ত। শনিবার (১৬ মার্চ) সকালে জামালপুরে সদর উপজেলার পূর্ব এলাকার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজারে শুরু হলো এই মেলা। তাই পূর্বাঞ্চলের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

মেলা উপলক্ষে বাঁশচড়া, লক্ষ্মীরচর, নান্দিনা, নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের কেন্দ্রস্থল গোপালপুরের মেয়ে ও জামাতাকে দাওয়াত দেওয়ার প্রচলন রয়েছে। এ সময় এখানকার মেয়েরা বাবার বাড়ি ও জামাতারা শ্বশুরবাড়িতে একত্র হন। সেজন্য এটি জামাই মেলা হিসেবে পরিচিত।

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা মেলায় রয়েছে পুতুলনাচ, নাগরদোলা ও লাঠি খেলা। মিষ্টি-মন্ডার মধ্যে পাওয়া যাচ্ছে চমচম, গোল্লা, সন্দেশ, মুড়ি-মুড়কি, ঝুরি, বাতাসা, কদমা, নৈ-টানা ও সাজ। শিশুদের জন্য আছে বিভিন্ন প্রকার খেলনা।

আগামী ১৮ মার্চ মূল মেলা শেষ হলেও ঘর-গৃহস্থের যাবতীয় ফার্নিচার ও আসবাবপত্র থাকবে আরও ১৫ দিন। এর মধ্যে রয়েছে লোহার তৈরি দা, বটি, খুন্তি, কুড়াল, কাস্তে ও ছেনি। প্রসাধন সামগ্রীসহ বিভিন্ন পণ্য, পোশাক, মৃৎশিল্প, তৈজসপত্র, আসবাবপত্র, বেঁতের তৈরি ডালা, ডাকি, দাঁড়িপাল্লা, বাঁশের তৈরি চালুন, খালই, ধারাই, ডুলি; তালের পাতার তৈরি হাতপাখা, শীতল পাটি; সিসা ও মাটির তৈরি হাঁড়ি-পাতিলসহ গৃহস্থের বাড়ির সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রের বিপুল সমারোহ দেখা যাচ্ছে মেলায়। এছাড়া নিত্য প্রয়োজনীয় তরকারি বেগুন, আলু, করলা, তরমুজ ও সাজনাসহ বিভিন্ন প্রকার মাছ ও শাক-সবজি তো আছেই।

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা জানা যায়, ব্রিটিশ আমলে গোপালপুর বাজারে একটি বিরাট বটবৃক্ষ ছিল। এর নিচে বারুনি স্নান উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমায়েত হতো। এ উপলক্ষে সেখানে মেলা বসতো। সেই থেকে হিন্দুদের পাশাপাশি এলাকার মুসলমানরাও একই স্থানে মেলা শুরু করে। সেই থেকে মুসলিমরা এটাকে ইসলামি মেলা নাম দিয়ে ১ চৈত্র এর আয়োজন করে আসছেন। এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গোপালপুর মেলা সবার জন্য উন্মুক্ত।

জামালপুরে ঐতিহ্যবাহী জামাই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জামালপুর সদর উপজেলার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান দ্বীন আমিন, মেলা কমিটির সভাপতি ও ঘোড়াধাপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, মেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেলসহ এলাকাবাসী।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি