X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টোয়াবের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু হবে ১৮ এপ্রিল

জার্নি রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৭:০০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৮:১২

গুলশান ক্লাবে টোয়াবের কর্মকর্তা ও অতিথিরা দেশের বৃহত্তম পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) নবম আসর শুরু হবে আগামী ১৮ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। সোমবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশান ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

মেলায় ৪টি হল, ২৪টি প্যাভিলিয়ন, ১৬টি সেমি-প্যাভিলিয়নসহ মোট ২২০টি স্টলে দেশি প্রদর্শকদের সঙ্গে কমপক্ষে ১৩টি দেশের প্রায় ৭০ জন বিদেশি প্রদর্শক থাকবেন। টোয়াব আয়োজিত বিটিটিএফ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা।

২০০৭ সাল থেকে প্রতি বছর তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন মেলা করছে টোয়াব। পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আর এর টেকসই উন্নয়নই এবারও মেলার প্রধান উদ্দেশ্য।

মেলার সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন শোভন জানিয়েছেন, আগের বছরের তুলনায় অনেক বড় আকারে এবারের মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর মূল মেলার সঙ্গে সাইডলাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, রাউন্ড টেবিল ডিসকাশন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ইত্যাদি।

তিন দিনের এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও ট্যুরিস্ট পুলিশ। মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশি-বিদেশি ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, বিমান সংস্থা, হোটেল ও রিসোর্ট অংশগ্রহণ করবে।

টোয়াবের আশা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে অন্যান্য দেশের জাতীয় পর্যটন সংস্থা যেমন— নেপাল ট্যুরিজম বোর্ড, শ্রীলঙ্কা টুরিজম প্রমোশন ব্যুরো, ভুটান ট্যুরিজম কাউন্সিল, মিনিস্ট্রি অব ট্যুরিজম গভ. অব ইন্ডিয়া, ভারতের বিভিন্ন রাজ্য যেমনন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা, ভুটান, দুবাই, চীন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম অংশগ্রহণ করবে মেলায়।

অনুষ্ঠানে টোয়াবের ইতিহাস ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন সংগঠনটির উপদেষ্টা মো. মাসুদ হোসেন। এতে আরও ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার (জনসংযোগ অ্যান্ড এস.পি), জিয়াউল হক হাওলাদার, এনএইচটিটিআইয়ের প্রিন্সিপাল পারভেজ এ চৌধুরী, পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শাহিদ হামিদ, বাংলাদেশ হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফ আহমেদ, টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক