X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ট্রাভেল মার্টে রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়নে ছাড়

জার্নি রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১১:৩৬আপডেট : ২২ মার্চ ২০১৯, ১১:৩৯

ঢাকা ট্রাভেল মার্টে রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়ন ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট’ উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। দোহা ও মাস্কাট ছাড়া সব রুটে বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণির আসনের টিকিটের দামে ২০ শতাংশ ও ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এরপর তিনি রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। 

আসন্ন রমজান মাসে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর ও কক্সবাজার রুটে ২০ শতাংশ ছাড়ের টিকিট দেওয়া হচ্ছে মেলায়। মেলা উপলক্ষে অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। এর মধ্যে রয়েছে সকালের নাশতাসহ হোটেল, বিমানবন্দর থেকে যাতায়াতের ব্যবস্থাসহ ভ্রমণের নানান সুবিধা।

ঢাকা ট্রাভেল মার্টে রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়নে টিকিট ও হলিডে প্যাকেজ পাওয়া যাবে ছাড়ে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে এই টিকিট ও প্যাকেজ নিতে পারবেন। এজন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে।

রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়ন পরিদর্শন করেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী দর্শনার্থীদের জন্য প্রতিদিন লাকি ড্রর মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মেলায় রিজেন্ট এয়ারওয়েজের মোবাইল অ্যাপ ডাউনলোড করে ড্রতে অংশ নেওয়া দর্শনার্থীদের মধ্য থেকে একজন বিজয়ীকে দেওয়া হবে তার পছন্দের রুটে বিনামূল্যের টিকিট। শেষ দিনে সব দর্শনার্থীদের জন্য মেলা কর্তৃপক্ষের আয়োজনে র‌্যাফেল ড্র বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে রিজেন্টের ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটের কাপল টিকিট।

ষোড়শবারের মতো আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক দি মনিটর বাংলাদেশ। এতে পার্টনার কান্ট্রি হিসেবে যুক্ত হয়েছে নেপাল। এবারই প্রথম ঢাকা ট্রাভেল মার্টের কোনও আসরে পার্টনার কান্ট্রি নেওয়া হলো। 

বাংলাদেশ ও নেপাল ছাড়াও মেলায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট বিক্রির পাশাপাশি আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করছে।

শনিবার (২৩ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় হবে গ্র্যান্ড র‌্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় থাকছে দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা