X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় দর্শনার্থীদের ভিড়

এস এম সামছুর রহমান, বাগেরহাট
২৭ মার্চ ২০১৯, ১৯:০০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:০২

ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বাগেরহাটের ফকিরহাটে মানসা কালীবাড়িতে কালীপূজা উপলক্ষে প্রতি বছরের মতো শুরু হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এতে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার দর্শনার্থী। তাদের জন্য সাজসজ্জার উপকরণসহ বিভিন্ন রকম নিত্যপ্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়েছেন দোকানিরা। সব ধর্মালম্বীদের মিলনমেলায় রূপ নিয়েছে এই স্থান।
মানসা কালীবাড়ির এই আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। পছন্দের জিনিস কিনতে প্রতিদিনই এখানে স্থানীয়রা ছাড়াও ভিড় করছেন আশেপাশের জেলার দর্শনার্থীরা।

বাগেরহাট শহর থেকে বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন প্রদীপ বসু সন্তু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক আগে থেকেই মন্দিরটির জনপ্রিয়তা আছে। এখানে শান্তিপূর্ণ পরিবেশে গ্রামীণ মেলা হয়ে থাকে। দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়। এখানে এসে ছোটবেলার কথা মনে পড়ে গেলো।’

গৃহিণী স্বপ্না সাহা ও ঊষা মালাকার মনে করেন, মন্দিরে পূজা দেওয়ার সঙ্গে মেলার আনন্দ উপভোগ করা যায় এখানে। তারা পরিবারের সবাই মিলে মেলায় এসেছেন। তাদের সন্তানেরা বেশ মজা করেছে। এখান থেকে বিভিন্ন রকম খেলনা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন তারা। মেলায় চুড়ি, ফিতা, থালা, বাসন, খেলার সামগ্রী সব রয়েছে।

লক্ষণীয় ব্যাপার হলো, মেলায় আসা সব দর্শনার্থীকে পার্শ্ববর্তী মানসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধভাবে বসিয়ে দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়। এছাড়া মেলা উপলক্ষে মানসা কালী মন্দির সেবা সমিতি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।

ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা জানা গেছে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দির। কবে এটি প্রতিষ্ঠা করা হয় সেই তথ্য কারও জানা নেই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই মন্দির ধ্বংস করে দেয়। স্বাধীনতার পর একজন ধনাঢ্য ব্যক্তির সহায়তায় এটি পুনর্নির্মাণ করা হয়। তখন থেকে এর প্রতিষ্ঠাবার্ষিকী ও কালীপূজা উপলক্ষে প্রতি বছরের ১১ চৈত্র এখানে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা। এতে বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখা যায়।

মানসা কালী মন্দির কমিটির সভাপতি শ্যামল দে ও সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ হালদার বাংলা ট্রিবিউনকে জানান, মুক্তিযুদ্ধের পর নতুনভাবে মন্দিরটি স্থাপন করা হয়। সেই সময় থেকে নিয়মিত মেলা হচ্ছে। এখানে আসা দর্শনার্থীদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানসা কালী মন্দির মেলায় আসা মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদারের মন্তব্য, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবশ্রেণির সব ধর্মাবলম্বীর দর্শনার্থীরা গ্রামীণ মেলায় আসে। এই আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন তৈরি হয়েছে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। প্রতি বছর এই মেলা একদিকে গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখবে, অন্যদিকে অসাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন