X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লুভর জাদুঘরে রাতে থাকার সুযোগ জিতুন

জার্নি ডেস্ক
০৩ এপ্রিল ২০১৯, ১৭:০০আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:১৯

লুভর জাদুঘর জীবনে এমন সুযোগ একবারই আসে! ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভর মিউজিয়ামে তারকাদের মর্যাদায় একরাত থাকা যাবে বিনামূল্যে। বাংলাদেশিদের মধ্যেও যে কেউ চাইলে এটি লুফে নিতে পারেন।

লুভরে আমেরিকান-চীনা স্থপতি আই. এম. পেইয়ের নকশা করা কাচের পিরামিড আকৃতির স্থাপনার ৩০ বছর পূর্তি হচ্ছে ২০১৯ সালে। এ উপলক্ষে মার্কিন অনলাইন বাজার ও হসপিটালিটি সেবা এয়ারবিএনবি’র সঙ্গে হাত মিলিয়ে জাদুঘর কর্তৃপক্ষ। তারা যৌথভাবে আয়োজন করেছে একটি বিশেষ প্রতিযোগিতা। এতে বিজয়ীরা লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম ‘মোনালিসা’সহ বিখ্যাত শিল্পকর্মের সান্নিধ্যে একরাত থাকার সুযোগ পাবেন।

লুভর জাদুঘরে লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম
একটি ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা লুভর ও এয়ারবিএনবির বিশেষ আয়োজনে অংশ নিতে পারবেন। এজন্য তাদের ভিজিট করতে হবে airbnb.com/louvre। প্রতিযোগিতার জন্য আয়োজকরা একটি প্রশ্ন চূড়ান্ত করেছেন। তা হলো, কেন মোনালিসার জুতসই অতিথি হতে চান? ওয়েবসাইটটিতে ঢুকে আগামী ১২ এপ্রিলের মধ্যে এই প্রশ্নের উত্তর জানাতে হবে।

বিজয়ী হবেন একজন
অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন বিজয়ীকে নির্বাচন করা হবে। তিনি হতে পারেন নারী অথবা পুরুষ। নির্বাচিত বিজয়ী লুভরে রাতে থাকার জন্য নিজের সঙ্গে একজনকে নিতে পারবেন। তাদের এই পার্টি হবে আগামী ৩০ এপ্রিল।

লুভর জাদুঘরের মতো তাঁবু ঝলমলে শ্বেতশুভ্র তাঁবু
লুভর জাদুঘরের পিরামিড আকৃতির স্থাপনার মতোই দেখতে একটি ঝলমলে শ্বেতশুভ্র তাঁবুতে ঘুমাতে পারবেন প্রতিযোগিতার বিজয়ী ও তার সঙ্গী। এ সময় তারা চাইলে শুনতে পারেন ফরাসি গ্রামোফোন রেকর্ড। নেপোলিয়ন তৃতীয় একসময় যেখানে থাকতেন, চকচকে লালগালিচায় সাজানো সেই কক্ষে বিজয়ী যুগলের জন্য থাকবে অ্যাকুস্টিক কনসার্ট। এছাড়া রাতে জাদুঘরে মোনালিসা ও ভেনাস ডি মাইলোর মতো বিখ্যাত শিল্পকর্ম দেখানোর পাশাপাশি বিজয়ী ও তার সঙ্গীকে নৈশভোজ ও পানীয় পরিবেশন করা হবে।

বিজয়ী না হলেও মন খারাপের কিছু নেই! কারণ লুভরে সবার জন্য রাতে থাকার সুযোগ রয়েছে। এজন্য গুনতে হবে ৩৪ হাজার মার্কিন ডলার (প্রায় ২৯ লাখ টাকা)। গত বছরের জুনে মার্কিন গায়িকা বিয়ন্সে ও র্যা পার জে-জি দম্পতি প্রকাশ করেন তাদের নতুন মিউজিক ভিডিও ‘অ্যাপশিট’। এর দৃশ্যায়ন হয় লুভরে। সেই থেকে এখানে যুক্ত হয়েছে কার্টার কাপল-থিমড ট্যুর।

এয়ারবিএনবি এর আগে প্রতিযোগিতার মাধ্যমে পর্যটকদের হাঙরের অ্যাকুরিয়াম ‘লেগো হাউস’ ও নিউ ইয়র্ক সিটির এলিস আইল্যান্ডে থাকার সুযোগ করে দিয়েছে।

সূত্র: সিএনএন
আরও পড়ুন-
প্যারিসের লুভর জাদুঘরে রেকর্ডসংখ্যক ১ কোটি দর্শনার্থী





/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ