X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহেশখালী ও সোনাদিয়া দ্বীপকে পর্যটন কেন্দ্র করার সুপারিশ

জার্নি রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২১:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৫১

সোনাদিয়া দ্বীপ দেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে কক্সবাজার জেলার দুই দ্বীপ সোনাদিয়া ও মহেশখালী। এমন একটি সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ফলে প্রাকৃতিক সৌন্দর্যপিপাসুদের কাছে সেন্টমার্টিনের পাশাপাশি এই দুই দ্বীপের জনপ্রিয়তা বাড়তে পারে। রবিবার (৭ এপ্রিল) সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।

কক্সবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়নে অবস্থিত সোনাদিয়া দ্বীপ। মহেশখালীর দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে এর অবস্থান। সাগর গর্ভে থাকা এই দ্বীপ ভ্রমণপ্রেমীদের কাছে ‘প্যারাদ্বীপ’ নামে পরিচিত। এর আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। পশ্চিম দিকে বালুকাময় সমুদ্র সৈকতে ঝিনুক ও মুক্তা পাওয়া যায়। জীববৈচিত্র্যের অপূর্ব সমাহার সোনাদিয়া দ্বীপকে যাযাবর পাখির ভূ-স্বর্গ বলা যায়। এখানকার ম্যানগ্রোভ বন ও উপকূলীয় বনভূমি, সাগরের গাঢ় নীল জলরাশি, কেয়া বন, লাল কাঁকড়া, বিচিত্র প্রজাতির সামুদ্রিক পাখি পর্যটকদের মন কাড়ে।

কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপের দূরত্ব ১২ কিলোমিটার। এর আয়তন ৩৮৮.৫০ বর্গকিলোমিটার। এটাই দেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। মহেশখালীতে দর্শনীয় জায়গাগুলোর মধ্য অন্যতম মৈনাক পর্বতের ওপরে আদিনাথ মন্দির। এর কারুকার্য বিশেষ করে প্রবেশপথ চোখজুড়ানো। হরিণ, বানর, গুটিকয়েক সাপ আর শীত মৌসুমে পরিযায়ী পাখি চোখে পড়ে দ্বীপে। এছাড়া আছে রাখাইন পাড়া, স্বর্ণমন্দির, ঝাউবাগান, চরপাড়া সৈকত, জলাবন, বেশকিছু বৌদ্ধ বিহার। মহেশখালীর পানের সুনাম আছে দেশব্যাপী। পান চাষই এখানকার ঐতিহ্যবাহী পেশা।

মহেশখালীর দর্শনীয় স্থানের মধ্যে আরও আছে আদিনাথ ও গোরকঘাটা জেটি, লবণ মাঠ, শুঁটকি মহাল, গোরকঘাটা জমিদার বাড়ি, উপজেলা পরিষদ দীঘি, হাঁসের চর, প্যারাবন ও চিংড়ি ঘের।

এদিকে কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপসহ পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এর সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও সৈয়দা রুবিনা আক্তার।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা