X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১
কোন জেলার নামকরণ কীভাবে

ফেনী নদীর নামানুসারে ‘ফেনী’

জার্নি রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৩:০০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৮

ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।
দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। পণ্য, খাবার, পর্যটন আকর্ষণ কিংবা সাংস্কৃতিক বা লোকজ ঐতিহ্যে বাংলাদেশের জেলাগুলো স্বতন্ত্রমণ্ডিত। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। প্রতিটি স্থানের নামকরণের ক্ষেত্রে কিছু জনশ্রুতি রয়েছে। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।

ফেনীর চাঁদ খাঁ মসজিদ (ছবি: এমদাদ হোসেন) ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সব মিলিয়ে ফেনী একটি সমৃদ্ধ জনপদ। ফেনী নদীর নামানুসারে এই অঞ্চলের নাম রাখা হয় ফেনী। মধ্যযুগে কবি-সাহিত্যিকদের কবিতা ও সাহিত্যে একটি নদীর স্রোতধারা ও ফেরিঘাট হিসেবে ফেনী শব্দ পাওয়া যায়। আদি শব্দ ‘ফনী’ মুসলমান কবি-সাহিত্যিকদের ভাষায় ‘ফেনী’তে পরিণত হয়েছে। দূর অতীতে অঞ্চলটি ছিল সাগরের অংশ। তবে উত্তর-পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ। ফেনীর পূর্বদিকের রঘুনন্দন পাহাড় থেকে কাজীরবাগের পোড়ামাটি অঞ্চলে আদিকালে শিকারি মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল।

ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। এর অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিতি পেয়েছে। প্রাচীনকালে এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। ১৯৬৩ সালে ছাগলনাইয়ায় একটি পুকুর খননকালে নব্য প্রস্তর যুগে মানুষের ব্যবহৃত হাতিয়ার বা হাতকুড়াল পাওয়া গেছে। পণ্ডিতদের মতে, সেটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যেসব মহকুমাকে মানোন্নীত করে জেলায় রূপান্তর করা হয়, ফেনী সেগুলোর একটি।

ফেনীর ঐতিহাসিক স্থানগুলো হলো হযরত শাহ সৈয়দ আমির উদ্দীন (র.) পাগলা বাবার মাজার , ফুলগাজীতে প্রাচীর সুড়ঙ্গ মঠ, পরশুরামে বিলোনিয়া সীমান্ত পোস্ট ও বিলোনিয়া পুরাতন রেলস্টেশন।

ফেনীর বিজয় সিংহ দীঘি (ছবি: সংগৃহীত) দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি বিজয় সিংহ দীঘি, রাজাঝির দীঘি, ছাগলনাইয়া উপজেলায় জগন্নাথ কালী মন্দির, প্রাচীন ইতিহাসের সাক্ষী চাঁদ খাঁ মসজিদ ও শমসের গাজীর দীঘি, দাগনভূঁইয়া এলাকায় ভাষা শহীদ সালাম নগর এলাকা, ৪০০ বছরের প্রাচীন কড়ই গাছ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নতুন মুন্সীরহাট বাজারে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত গান্ধী আশ্রম, সোনাগাজী উপজেলায় মুহুরী সেচ প্রকল্প এলাকা, কেওড়া বাগানসহ চর এলাকা, সদর উপজেলার ধর্মপুর মৌজার পাহাড়ি এলাকা, ফুলগাজী উপজেলার দক্ষিণ সোনাপুর ও মান্দারপুর মৌজার পাহাড়ি এলাকা।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন


 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল