X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৫:০০আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৫:১৪

টোয়াবের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সমঝোতা স্মারক অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) নবম আসরে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আয়োজন করেছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। আগামী ১৮ এপ্রিল মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় জাতীয় পতাকাবাহী এই সংস্থা ও টোয়াবের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ও টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ এতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন বিমানের মহাব্যবস্থাপক (বিক্রয়) শামসুল করিম, মহাব্যবস্থাপক (বিপণন) সালাহউদ্দিন আহমেদ ও টোয়াবের সহ-সভাপতি মো. ইফতেখার আলম ভূঁইয়া, টোয়াবের পরিচালক (মেলা ও বাণিজ্য) মো. তাসলিম আমিন শোভন ও টোয়াবের উপদেষ্টা তানভির আহমেদ।

টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটরস, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রাভেল ও ট্যুর সংশ্লিষ্ট সব সংস্থা ১৬০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। তিন দিনের মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থা দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজের পাশাপাশি হ্রাসকৃত মূল্যে টিকিট কেনার সুযোগ দেবে। এই আয়োজনে ভারতের পর্যটন মন্ত্রণালয় আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা অংশ নেবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, মেলা উপলক্ষে ভ্রমণপিপাসুদের জন্য বিমানের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর টিকিটে বিশেষ ছাড় দেওয়া হবে। পাশাপাশি মেলায় দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্রতে সৌজন্য টিকিট জেতার সুযোগ থাকবে।

মেলার উদ্বোধনী দিনে বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এই আয়োজন চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মেলায় ভারত, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের পর্যটন প্রতিনিধিরা থাকবেন। টোয়াব আয়োজিত বিটিটিএফ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। 

২০০৭ সাল থেকে তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করছে টোয়াব। পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর টেকসই উন্নয়নই তাদের লক্ষ্য। এ বছর মূল মেলার সঙ্গে সাইডলাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, রাউন্ড টেবিল ডিসকাশন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ইত্যাদি। সার্বিক সহযোগিতা দেবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও ট্যুরিস্ট পুলিশ।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা