X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এশিয়ার সেরা ৫০ রেস্তোরাঁ, শীর্ষে সিঙ্গাপুর

জার্নি ডেস্ক
১১ এপ্রিল ২০১৯, ১৮:০০আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:২৫

সিঙ্গাপুরের ওদেত রেস্তোরাঁর খাবার এশিয়া জুড়ে উন্নতমানের সুস্বাদু খাবারের রেস্তোরাঁ নিঃসন্দেহে অসংখ্য। এসবের মধ্য থেকে সেরা ৫০টি বেছে নেওয়া হলো। এস. পেলেগ্রিনো অ্যান্ড আকুয়া পানার সৌজন্যে সেগুলোকে দেওয়া হয়েছে “এশিয়া’স ফিফটি বেস্ট রেস্টুরেন্টস” পুরস্কার। এটিকে এই মহাদেশে ভাবা হয় রেস্তোরাঁর ‘অস্কার’। চীনের ম্যাকাও শহরের উইয়েন প্যালেসে সম্প্রতি জমকালো আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশ নেন এশিয়ার শীর্ষ শেফরা।

এ নিয়ে সপ্তমবারের মতো দেওয়া হলো “এশিয়া’স ফিফটি বেস্ট রেস্টুরেন্টস” পুরস্কার। লক্ষণীয় ব্যাপার হলো, গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার এতে ঢুকলো নতুন রেস্তোরাঁর নাম। সব মিলিয়ে এই সংখ্যা ১০টি। রন্ধন লেখক, সমালোচক, শেফ ও রেস্তোরাঁর মালিকসহ ৩০০ জনের ভোটে বিজয়ী তালিকা তৈরি হয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভারতীয় রেস্তোরাঁ গাগান অর্ধশত সেরা রেস্তোরাঁর মধ্যে শীর্ষে আছে সিঙ্গাপুরের ওদেত। এ কারণে চারবারের বিজয়ী ব্যাংককের ভারতীয় রেস্তোরাঁ গাগান নেমে গেছে দুই নম্বরে।

চার বছর আগে সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারিতে চালু হওয়া ওদেতে এশীয় অনুপ্রাণিত ফরাসি আধুনিক খাবার পরিবেশন করা হয়। শেফ জুলিয়েন রয়া বলেন, ‘কী বলবো! আশা করিনি প্রথম হবো। আমাদের খাবার, রান্না ও রেস্তোরাঁ ভালো লাগায় সবার প্রতি ধন্যবাদ। আমরা খুব খুশি ও কৃতজ্ঞ।’

চীনের সাংহাই শহরের আল্ট্রাভায়োলেট নানির নামে রেস্তোরাঁটির নাম রেখেছেন জুলিয়েন রয়া। ২০১৭ সালে “এশিয়া’স হাইয়েস্ট নিউ এন্ট্রি অ্যাওয়ার্ড’ জেতে ওদেত। গত বছর “এশিয়া’স ফিফটি বেস্ট রেস্টুরেন্টস” র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে জায়গা করে নেয় এই দোকান। ২০১৮ সালে “ওয়ার্ল্ড’স ফিফটি বেস্ট রেস্টুরেন্টস” তালিকায় ২৮ নম্বরে স্থান পায় এটি।

জাপানের টোকিওর নিহোনরিওরি রাইওগেন রেস্তোরাঁর খাবার ওদেত ছাড়াও এ বছর সিঙ্গাপুরে গেছে সাতটি পুরস্কার। অন্য রেস্তোরাঁগুলো হলো বার্ন্ট এন্ডস (১০), জান (৩২)। তবে সর্বাধিক একডজন পুরস্কার জিতেছে জাপান। তিন নম্বরে থাকা টোকিওর ডেন টানা দ্বিতীয়বারের মতো দেশটির সেরা রেস্তোরাঁ হয়েছে। শীর্ষ দশে আরও আছে টোকিওর ফ্লোরিলেজ (৫), নারিসাওয়া (৮), নিহোনরিওরি রাইওগেন (৯)। এছাড়াও আছে ওসাকার লা সিম (১৪), টোকিওর ইল রিস্তোরান্তে-লুকা ফান্তিন (১৮), সাজেঙ্কা (২৩, নতুন এন্ট্রি), সুশি সাইতো (২৫), লেফারভেসেন্স (২৬), কুইনটেসেন্স (৪৫) ও সুগালাবো (৪৭) ফুকুওকার লা মেইজন ডি লা ন্যাচার গহ (২৪)।

হাইয়েস্ট নিউ এন্ট্রি অ্যাওয়ার্ড জিতেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গা। এশিয়ার সেরা তালিকায় এটি আছে ১৬ নম্বরে। এর নির্বাহী শেফ গরিমা অরোরা ২০১৯ সালে এশিয়ার সেরা নারী শেফ নির্বাচিত হয়েছেন। গত বছর প্রথম ভারতীয় নারী হিসেবে মিশেলান তারকা জেতেন তিনি। এ বছর ৫০ সেরা রেস্তোরাঁর মধ্যে ভারতের একমাত্র ইন্ডিয়ান অ্যাকসেন্ট (১৭) স্থান পেয়েছে। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সারিং ২০১৯ সালের বিজয়ী তালিকা
১. ওদেত (সিঙ্গাপুর)
২. গাগান (ব্যাংকক, থাইল্যান্ড)
৩. ডেন (টোকিও, জাপান)
৪. সারিং (ব্যাংকক, থাইল্যান্ড)
৫. ফ্লোরিলেজ (টোকিও, জাপান)
৬. আল্ট্রাভায়োলেট (সাংহাই, চীন)
৭. মুমে (তাইপেই, তাইওয়ান)
৮. নারিসাওয়া (টোকিও, জাপান)
৯. নিহোনরিওরি রাইওগেন (টোকিও, জাপান)
১০. বার্ন্ট এন্ডস (সিঙ্গাপুর)
১১. দ্য চেয়ারম্যান (হংকং)
১২. এইট অ্যান্ড হাফ ওটো ই মেসো (হংকং)
১৩. মিঙ্গেলস (সিউল, দক্ষিণ কোরিয়া)
১৪. লা সিম (ওসাকা, জাপান)
১৫. বেলোন (হংকং)
১৬. গা (ব্যাংকক, থাইল্যান্ড)
১৭. ইন্ডিয়ান অ্যাকসেন্ট (ভারত)
১৮. ইল রিস্তোরান্তে-লুকা ফান্তিন (টোকিও, জাপান)
১৯. বো.লান (ব্যাংকক, থাইল্যান্ড)
২০. লে দ্যু (ব্যাংকক, থাইল্যান্ড)
২১. অ্যাম্বার (হংকং)

২২. নাম (ব্যাংকক, থাইল্যান্ড)

২৩. সাজেঙ্কা (টোকিও, জাপান)

২৪. লা মেইজন ডি লা ন্যাচার গহ (ফুকুওকা, জাপান)

২৫. সুশি সাইতো (টোকিও, জাপান)

২৬. লেফারভেসেন্স (টোকিও, জাপান)

২৭. জেড ড্রাগন (ম্যাকাও, চীন)

২৮. পেস্ট (ব্যাংকক, থাইল্যান্ড)

২৯. ফু হি হুই (সাংহাই, চীন)

৩০. র (তাইপেই, তাইওয়ান)

সূত্র: সিএনএন ট্রাভেল

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!