X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জনসম্মুখে আসছে নীল আর্মস্ট্রংয়ের চন্দ্র পোশাক

জার্নি ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৯:১৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৯:৩৫

নীল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট চাঁদে প্রথম মানুষ হিসেবে নভোচারী নীল আর্মস্ট্রংয়ের পা রাখার ঐতিহাসিক ঘটনার ৫০ বছর পূর্তি হচ্ছে ২০১৯ সালে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্মিথসোনিয়ান’স ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে প্রদর্শন করা হবে তার স্পেসস্যুট (মহাকাশযাত্রায় ব্যবহারের উপযোগী পোশাক)। মহাকাশযান অ্যাপোলো ইলেভেনে চড়ে চাঁদে যাওয়ার সময় এই পোশাক পরেছিলেন তিনি। অনেক যত্ন নিয়ে সংরক্ষণে রাখা হয়েছে এটি।

১৩ বছর ধরে নীল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট লোকচক্ষুর আড়ালে। এটি ও চাঁদে প্রথম যাত্রার অন্যান্য নিদর্শন সংরক্ষণের জন্য ২০১৫ সালে এক প্রচারণার মাধ্যমে ৭ লাখ ১৯ হাজার ৭৭৯ মার্কিন ডলার সংগ্রহ করে স্মিথসোনিয়ান’স ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৮ লাখ ১১ হাজার টাকারও বেশি।

স্যুটটি রক্ষার্থে একটি অত্যাধুনিক ডিসপ্লে কেস ও ম্যানিকিন তৈরি করে জাদুঘর কর্তৃপক্ষ। অ্যাপোলো ইলেভেনের মিশনকে উৎসর্গ করে স্মিথসোনিয়ান’সে বানানো হয়েছে ‘ডেস্টিনেশন মুন’ নামের স্থায়ী একটি গ্যালারি। এটি চালু হবে ২০২২ সালে।

ততদিন পর্যন্ত উড়োজাহাজ তৈরির জনক দুই মার্কিন প্রকৌশলী অরভিল রাইট ও উইলবার রাইটের প্রথম উড়োজাহাজের পাশে দেখা যাবে নীল আর্মস্ট্রংয়ের পোশাকটি। ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর মানুষ বহনযোগ্য, নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন ও বাতাসের চেয়ে ভারী উড়োজাহাজ তৈরি করেন রাইট ভ্রাতৃদ্বয়।

নাসার রকেট স্যাটার্ন ভি মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটার্ন ভি রকেটে চেপে ১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের উদ্দেশে মহাশূন্যে যাত্রা শুরু করেন আমেরিকার নীল আর্মস্ট্রং। তার সঙ্গে ছিলেন স্বদেশি এডউইন বাজ অ্যালড্রিন ও মাইকেল কলিন্স। ঠিক ৫০ বছর পর আগামী ১৬ জুলাই মার্কিন জাদুঘরটিতে তার পরা পোশাকের প্রদর্শনী হবে।

১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের মাটিতে পা রাখেন নীল আর্মস্ট্রং। সেটাই ছিল মানুষের প্রথম চন্দ্র অবতরণ।

সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা