X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিমানে ফেলে আসা মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ২৩:০৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩৬

বিমানের নিরাপত্তাকর্মী মনিরুল ইসলাম ও যাত্রী সৈয়দ মাহবুব ইসলাম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ ফ্লাইটে চড়ে রবিবার (২৮ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন সৈয়দ মাহবুব ইসলাম নামের একজন যাত্রী। বাসায় ফেরার পর বিমানবন্দর থেকে তাকে মোবাইল ফোনে জানানো হয়, বিমানে তিনি মানিব্যাগ ফেলে এসেছেন। সেটি বিমানবন্দরের আর্মড পুলিশের হেফাজতে আছে। মানিব্যাগে ছিল ১ হাজার মার্কিন ডলার ও ১ হাজার ৬০০ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় মোট ১ লাখ ৮২ হাজার ৩১৮ টাকা।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি তল্লাশি করেন বিমানের নিরাপত্তাকর্মীরা। এ সময় বিমানের নিরাপত্তাকর্মী মনিরুল ইসলাম একটি আসনের ওপর মানিব্যাগ দেখতে পান। বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যদের বিষয়টি জানান তিনি। পরবর্তী সময়ে মানিব্যাগ থেকে ফোন নম্বর সংগ্রহ করে যাত্রী সৈয়দ মাহবুব ইসলামের সঙ্গে যোগাযোগ করেন আর্মড পুলিশের কর্মকর্তারা। পরে তাকে মানিব্যাগ ফিরিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে সৈয়দ মাহবুব ইসলাম বলেন, ‘মা-বাবার চিকিৎসা শেষে দেশে ফিরছিলাম। বেশ টেনশনে ছিলাম। মানিব্যাগ কখন যে পড়ে গিয়েছিল টের পাইনি। বিমানবন্দর থেকে বেরিয়ে পরে গ্যাস স্টেশনে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখি আমার মানিব্যাগ নেই। তখন ভাবলাম পরে বিমানবন্দরে গিয়ে খোঁজ নেবো। বাসায় যাওয়ার পরপরই আমার কাছে বিমানবন্দর থেকে ফোন এলো। এরপর মানিব্যাগটি ফেরত পেলাম। এ ঘটনায় আমি সত্যি অভিভূত। আমার মানিব্যাগে ১ হাজার ইউএস ডলার ও ১ হাজার ৬০০ সিঙ্গাপুর ডলার ছিল।’

সৈয়দ মাহবুব ইসলামকে মানিব্যাগ ফিরিয়ে দিচ্ছেন বিমানবন্দর আর্মড পুলিশের একজন সদস্য

বিমানের নিরাপত্তাকর্মী মনিরুল ইসলাম ঘটনার বিবরণ দেন এভাবে, ‘বিমানে ওঠার পর সিটের ওপর একটি মানিব্যাগ পাই। পরে বিমান থেকে নামার পর এপিবিএন সদস্যদের জানাই, একটি ব্যাগ পাওয়া গেছে। তখন এপিবিএন সদস্যরা জানান, তারা যাত্রীকে খুঁজে বের করে মানিব্যাগ ফেরত দেবেন। সেই অনুযায়ী তিনি মানিব্যাগটি ফেরত পেয়েছেন। বিমানে আমরা সবসময় যাত্রীরা কিছু ফেলে গেলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করি।’

যাত্রীদের কাছে যেকোনও কিছু হারানো গেলে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে জানানোর অনুরোধ করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিমানবন্দরে যেকোনও কিছু হারানো গেলে ফেরত পাওয়া সম্ভব। আমরা সবসময় যাত্রীদের অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিই। কিন্তু অনেক সময় যাত্রীরা অভিযোগ জানান না, এ কারণে মালামাল ফেরত পাওয়া গেলেও তাদের কাছে ফেরত দেওয়া সম্ভব হয় না।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)