X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বন্যপ্রাণী পাচার প্রতিরোধে ভূমিকা রাখায় পুরস্কৃত কাতার এয়ারওয়েজ

জার্নি ডেস্ক
০৫ জুন ২০১৯, ১৯:১৩আপডেট : ০৫ জুন ২০১৯, ১৯:১৭

কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ আকাশপথে অবৈধ বন্যপ্রাণী পাচার প্রতিরোধে ভূমিকা রাখায় স্বীকৃতি পেলো কাতার এয়ারওয়েজ। বিশ্বের প্রথম কোনও এয়ারলাইনের কাছে এলো এই পুরস্কার। গত ৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বার্ষিক সাধারণ সভায় কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকেরের হাতে এটি তুলে দেওয়া হয়।

এয়ারলাইনের জন্য পরিবেশ ব্যবস্থাপনা ও মূল্যায়ন ধারার অংশ হিসেবে অবৈধ বণ্যপ্রাণী বাণিজ্যের (আইডব্লিউটি) মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে আইএটিএ। তাদের সহায়তা করেছে দ্য ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ (প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটন) আর দ্য ডিউক ও ডাচেস অব সাসেক্সের (প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল) দ্য রয়েল ফাউন্ডেশন। এছাড়া ইউএসএইডের বিপন্ন প্রজাতির প্রাণী বেআইনিভাবে পাচারের সুযোগ হ্রাসের (রুটস) অংশীদারিত্ব আছে সংগঠনটির।

২০১৬ সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রশাসনিক সদর দফতর বাকিংহ্যাম প্যালেসে আকাশপথে অবৈধ বন্যপ্রাণী পাচার প্রতিরোধের অঙ্গীকার করে কাতার এয়ারওয়েজ। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাতারের পতাকাবাহী এই সংস্থা। আগামীতে সচেতনতা বৃদ্ধি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন আকবর আল বাকের।

আইএটিএ মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেকসঁন্দ ডি জুনিয়াক জানান, অবৈধ বন্যপ্রাণী পাচারের মাধ্যমে বছরে ২৩০ কোটি মার্কিন ডলারের (১ লাখ ৯৪ হাজার ৪৮৩ কোটি ৪০ লাখ টাকা) লেনদেন হয়। তার মন্তব্য, ‘অসাধু ব্যবসায়ীদের কারণে বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির প্রাণীরা হুমকির মুখে।’

কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকেরের হাতে রয়েল ফাউন্ডেশনের স্বীকৃতি তুলে দিচ্ছেন আইএটিএ মহাপরিচালক ও সিইও আলেকসন্দ দি জুনিয়াক কাতার এয়ারওয়েজ এই স্বীকৃতি পাওয়ায় অন্য বিমান সংস্থাগুলো অবৈধ বণ্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশাবাদী ওয়াইল্ডলাইফ ট্রান্সপোর্ট টাস্কফোর্সের চেয়ারম্যান উইলিয়াম জেফারসন হেগ।

গত বছর আন্তর্জাতিক বিমান পরিবহন রেটিং সংগঠন স্কাইট্র্যাক্সের দেওয়া ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বসেরা বিজনেস ক্লাস পুরস্কার জেতে কাতার এয়ারওয়েজ। একই আসরে সেরা বিজনেস ক্লাস আসন, মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন ও বিশ্বসেরা ফার্স্ট ক্লাস এয়ারলাইন লাউঞ্জ স্বীকৃতি পায় তারা। এছাড়া চারবার স্কাইট্র্যাক্সের বর্ষসেরা এয়ারলাইন স্বীকৃতি গেছে তাদের ঘরে।

বর্তমানে বিশ্বের ১৬০টি গন্তব্যে যাত্রীসেবা দিচ্ছে কাতার এয়ারওয়েজ। তাদের বহরে আছে ২৫০টিরও বেশি উড়োজাহাজ। এর মূল হাব হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এ বছর মাল্টা, ফিলিপাইনের দাভাও, পর্তুগালের লিসবন, সোমালিয়ার মোগাদিশু, মরক্কোর রাবাত, তুরস্কের ইজমির ও মালয়েশিয়ার ল্যাংকাউইসহ নতুন কয়েকটি রুটে ফ্লাইট চালু করেছে তারা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কাতারের রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।

/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’