X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঈদের আমেজ

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
০৭ জুন ২০১৯, ০৬:৫৫আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:৩৩

দেশের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক মডেলের সংযোজন ড্রিম হলিডে পার্কের নতুন আকর্ষণ কখনও রোদ, কখনও বৃষ্টির লুকোচুরি খেলা। এর মধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে ওঠে। নতুন নতুন রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। যদিও বৃষ্টির কারণে ঈদের দিন জনসমাগম খুব একটা ছিল না। তবে বৃহস্পতিবার (৬ জুন) দেশের বিভিন্ন জেলার শিশু ও নারীসহ সব বয়সী মানুষ এখানে বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতেছিলেন। 

বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোটসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডের পাশাপাশি সুইমিং পুলে দেখা গেছে দর্শনার্থীদের উচ্ছ্বাস। এ বছর বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নমূলক মডেল সংযোজন এখানকার নতুন আকর্ষণ। ঈদ আনন্দ উপভোগ করতে সরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই পার্কে সপরিবারে বেড়াতে আসা অনেকে বেছে নেন নান্দনিক কটেজগুলো।

ড্রিম হলিডে পার্কের সুইমিং পুলে বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস

পরিবার নিয়ে গাজীপুর থেকে আসা হাসিবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের ছুটি উপভোগ করতে এসেছি। সুইমিং পুলসহ রাইডগুলোতে চড়ে সবাই খুব মজা করলাম। পার্কের পরিবেশ খুবই ভালো।’
আরও অনেকের কাছে এখানকার পরিবেশ দৃষ্টিনন্দন মনে হয়েছে। তাদেরই একজন রংপুরের বাসিন্দা আরিফুল ইসলাম সাদ্দাম। তার কথায়, ‘চারপাশটা অপূর্ব। ঈদ আনন্দ উপভোগ করতে প্রথমবার এখানে এলাম। বিভিন্ন রাইডে চড়েছি।’
কেউ কেউ আগে এলেও ঈদ উপলক্ষে আবারও এসেছেন। ঢাকার গৃহিণী সানজিদা বেগম সেই দলের একজন। তিনি বলেছেন, ‘ড্রিম হলিডে পার্কে আগেও এসেছিলাম। ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে আনন্দ করতেই এখানে আবারও আসা। বাচ্চারা দিনভর পার্কে ঘুরে খুব খুশি হয়েছে।’

ড্রিম হলিডে পার্কে আছে নান্দনিক কটেজ ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রবীর কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি বছর পার্কে নতুন আকর্ষণ রাখার চেষ্টা করি আমরা। এবার আরও আধুনিকায়ন করাসহ পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মডেলসহ ব্যতিক্রম নতুন সংযোজন রয়েছে। আশা করি, দর্শনার্থীরা এখানে দারুণভাবে ঈদ আনন্দ উপভোগ করছেন।’  

জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। প্রবেশ মূল্য ৩০০ টাকা। এতিম ও প্রতিবন্ধীদের জন্য কোনও টিকিট প্রয়োজন নেই বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।

 

 

 

/এমএএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী