X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

প্যারিসের ফুটপাতে নিষিদ্ধ হচ্ছে ই-স্কুটার

জার্নি ডেস্ক
২২ জুন ২০১৯, ২৩:৫৫আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৫৫

প্যারিসের একটি সড়কে ই-স্কুটার ফ্রান্সে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এলাকায় বৈদ্যুতিক স্কুটারের অহরহ ব্যবহার হচ্ছে। বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুরাও এটি চালাচ্ছেন। কিন্তু ই-স্কুটারের কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বেড়ে চলছে। এ নিয়ে দেশটির নাগরিকরা হতাশ। তাই আগামী সেপ্টেম্বর থেকে সেখানে ফুটপাতে এই যানচলাচল নিষিদ্ধ করা হচ্ছে।

প্যারিসসহ বিভিন্ন শহরের হাজার হাজার বাসিন্দা একবছর ধরে ই-স্কুটার নিয়মিত ব্যবহার করছে। এর মধ্যে ফ্রান্সের রাজধানীতে কয়েকটি প্রতিষ্ঠান স্কুটার-শেয়ারিং পদ্ধতি চালাচ্ছে। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী এলিজাবেথ বর্ন দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফরাসি দৈনিক ল্যঁ পারিজিয়নকে তিনি বলেন, ‘ই-স্কুটারের ব্যবহার খুব দ্রুত বেড়েছে। এটা সত্যি, দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তাই নাগরিক জীবনে দেখা দিয়েছে অশান্তি।’

এলিজাবেথ বর্ন মনে করেন, অপারেটরগুলোকে ঠিক করতে হবে কীভাবে ই-স্কুটার সেবা দেবে। তিনি ঘোষণা দিয়েছেন, এ বছরের সেপ্টেম্বর থেকে ফুটপাতে ই-স্কুটার চালালে ১৩৫ ইউরো (১৩ হাজার টাকা) জরিমানা গুনতে হবে। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য, পথচারীরা যেন হাঁটতে গিয়ে ভয় না পায় কিংবা তাদের যেন দৌড়ে পালাতে না হয়।’

প্যারিসের একটি সড়কে ই-স্কুটার মার্কিন স্টার্ট-আপ প্রতিষ্ঠান লাইম বিশ্বের বিভিন্ন শহরে একটি ই-স্কুটার নেটওয়ার্ক ব্যবস্থাপনা করে থাকে। একটি অ্যাপের মাধ্যমে মানুষ তাদের ই-স্কুটার ভাড়া নিতে পারে। গত বছর ইউরোপীয় বাজারে প্রবেশ করে তারা। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে প্যারিসে। লাইমের পথ ধরে শহরটিতে ই-স্কুটার সেবা নিয়ে এসেছে টিয়ার, বার্ড ও উবারের শাখা জাম্প। তবে সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও টেক্সাস অস্টিন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের এক সমীক্ষায় দেখা গেছে, নতুন রাইডারদের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে। প্রতি তিনজন নতুন রাইডারের একজন প্রথম যাত্রাতেই হোঁচট খেয়ে আহত হচ্ছেন। এর মধ্যে ৬৩ শতাংশই আঘাত পাওয়ার আগে অন্তত নয়বার পড়ে যান। গবেষকদের মন্তব্য, ই-স্কুটার রাইডারদের জন্য প্রশিক্ষণ জরুরি।

সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি