X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিউটি ফ্রি শপে মানিব্যাগ চুরির অভিযোগে ভারতীয় পাইলট সাসপেন্ড

জার্নি ডেস্ক
২৩ জুন ২০১৯, ১৭:০০আপডেট : ২৩ জুন ২০১৯, ১৭:১৩

এয়ার ইন্ডিয়া বিশ্বের সব বিমানবন্দরে ডিউটি ফ্রি শপ আছে। উড়োজাহাজে ভ্রমণের আগে-পরে যাত্রীরা এসব দোকানে কেনাকাটা করে থাকেন। ক্রেতা হিসেবে মাঝে মধ্যে পাইলট আর কেবিন ক্রু সদস্যদেরও দেখা যায় এগুলোতে। সিডনি বিমানবন্দরে শনিবার (২২ জুন) এমন একটি দোকানে ভারতের একজন পাইলট চুরির ঘটনার জন্ম দিলেন! তবে পার পেয়ে যাননি তিনি।

ভারতের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই জ্যেষ্ঠ বৈমানিকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপে মানিব্যাগ চুরির অভিযোগ উঠেছে। এ কারণে রবিবার (২৩ জুন) তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়।

সাসপেনশনের আদেশে বলা হয়েছে, শনিবার (২২ জুন) এআই৩০১ ফ্লাইট চালানোর জন্য সিডনি বিমানবন্দরে যান ওই পাইলট। বিমানে ওঠার আগে সিডনি বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি শপ থেকে তিনি মানিব্যাগ চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, প্রাথমিক রিপোর্টে ওই পাইলটের বিরুদ্ধে সিডনি বিমানবন্দরের একটি শুল্কমুক্ত দোকানে মানিব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এই মুখপাত্রের কথায়, ‘আমাদের বিমান সংস্থা কর্মীদের যথাযথ আচরণের দিককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আর অন্যায় আচরণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।’

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, তাদের ক্যাপ্টেন রোহিত ভাসিন অস্ট্রেলিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেন। তিনিই সিডনির ঘটনা এই বিমান সংস্থার সদর দফতরে জানান। এরপর অভিযুক্ত পাইলট দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার হাতে সানপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে তাকে লাইসেন্স জমা দিতে হয়েছে। আপাতত নিজের বেজ স্টেশন কলকাতা না ছাড়ার আদেশ পেয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ