X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার পরও ঝুলন্ত সেতু দিয়ে ঝুঁকিতে চলাচল

রাঙামাটি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ২১:০০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:২০

পানির নিচে সেতু, তবু ঝুঁকি নিয়ে চলাচল (ছবি– প্রতিনিধি)

টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকের পানি অস্বাভাবিক বেড়ে ঝুলন্ত সেতু তলিয়েছে। এ কারণে ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত এ সেতু দিয়ে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়েই পর্যটকরা চলাচল করছেন। এতে যেকোনও সময়েই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

গত ১৬ জুলাই বিকালে পানিতে তলিয়ে যায় ঝুলন্ত সেতু। এর পরদিনই সেতুতে পর্যটক ও জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করেই হাঁটুসমান পানিতে তলিয়ে থাকা সেতু দিয়ে পর্যটকরা চলাচল করছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছরই ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে যায়। এতে সেতু দিয়ে পর্যটক ও স্থানীয় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আরোপের পরও পর্যটকরা তা মানছেন না। এতে যেকোনও সময় সেতুর পাটাতন ভেঙে বা পা পিছলে পানিতে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

হাঁটুসমান পানি ভেঙে ঝুলন্ত সেতু দিয়ে চলাচল (ছবি– প্রতিনিধি)

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার থেকে কাপ্তাই বাঁধের সব ক’টি জল-কপাট বন্ধ করে দেওয়া হয়। এতে হ্রদের পানি কমার অবস্থা না থাকায় সেতু আরও কয়েকদিন পানির নিচে থাকবে।

কয়েকজন পর্যটকের সঙ্গে আলাপে জানা যায়, দুর দুরান্ত থেকে রাঙামাটির সৌন্দর্য দেখতে এসেছেন তারা। কিন্তু এখানে এসে দেখতে পান, ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে আছে। তবু সেতু দিয়ে চলাচলের লোভ সামলাতে পারছেন না।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ‘আমরা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে নোটিশ দিয়েছি। তা অমান্য করে পর্যটকরা সেতু দিয়ে চলাচল করছেন। কেউ যদি নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে, তাতে দুর্ঘটনার দায়ভারও তার।’

চলাচলে নিষেধাজ্ঞার নোটিশ (ছবি– প্রতিনিধি)

কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘গত বুধবার থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জল-কপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৬ দশমিক ৪ এমএসএল।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী