X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নিকলী হাওরের মায়াবী সৌন্দর্য (ভিডিও)

জার্নি রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৫৪



সপ্তাহান্তে যদিওবা ছুটি মেলে, চাইলেই প্রকৃতির কাছাকাছি কোথাও গিয়ে দু’দণ্ড জিরিয়ে নেওয়ার জায়গা পাওয়া যেন দায়। সাপ্তাহিক ছুটিতে রাজধানীর বুকে পড়ে থেকে বিরক্ত হতে না চাইলে ঘুরে আসুন কিশোরগঞ্জের নিকলী হাওর। নামের মতোই নান্দনিক এই হাওরের চারদিক বিস্তৃত সবুজ ও উথাল-পাতাল জলের ঢেউ মনে এনে দেবে প্রশান্তি।

কিশোরগঞ্জ জেলার আকর্ষণীয় দিক এখানকার হাওরগুলো। এই হাওর এলাকা ‘গেটওয়ে’ নামেও প্রসিদ্ধ। নিকলী হাওর এখানকার হাওরগুলোর মধ্যে রূপবৈচিত্র্যে অন্যতম। এটি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। শুকনো মৌসুমে এখানে নিধুয়া পাথার আর ফসলি জমি দেখা যায়। অথচ বর্ষা নামতেই চারদিকে অথৈ জলরাশির হাতছানি। এই জলরাশির মাঝেই দেখা যায় ছোট ছোট গ্রাম, সমুদ্রের বুকে একখণ্ড দ্বীপের মতো ভেসে আছে যেন। গ্রাম আর বিস্তীর্ণ জলরাশির আছড়ে পড়া ঢেউ কেটে নৌকার পাটাতনে দিগন্তের বুকে দু’হাত মেলে দাঁড়িয়ে থাকলে এক স্বপ্নালু ঘোর আচ্ছন্ন করে মনকে। নৌকা নিয়ে একটু গভীরে গেলেই আর গ্রাম চোখে পড়বে না, সম্মুখে শুধুই দিগন্তের মায়াকাড়া সুর।

হাওরে ঘুরতে ঘুরতে চলে যান ছাতির চরে। নৌকা নিয়ে যেতে পারবেন জলে ডুবে যাওয়া বনের সারি সারি উঁচু গাছের বুক চিরে। জ্যোৎস্না রাত নিকলী হাওরে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। নিশুতি রাত, স্বচ্ছ জলে চাঁদের আছড়ে পড়া আলো এবং নৌকার গায়ে হাওরের অবিরাম জলকেলি ছাড়া আর কিছু দেখা যায় না।

দিনের বেলা চোখে পড়বে ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতে বেরিয়ে পড়েছেন হাওরের বুকে। আর জলের ওপর সূর্যোদয়ের লাল আভার ছন্দবদ্ধ আবেগ। তাহলে আর দেরি কেন, এক বা দুই দিনের ট্যুরে বেরিয়ে পড়ুন নিকলি হাওরের উদ্দেশে।
ভিডিওটি ইনস্টাগ্রামে দেখতে ক্লিক করুন: https://www.instagram.com/banglatribuneonline/


লেখা: আহমেদ নেওয়াজ, ভিডিও সম্পাদনা: নাঈম সিদ্দিকী

 

/জেএইচ/
সম্পর্কিত
প্রচণ্ড শীতে কৃষিকাজে বেগ পেতে হচ্ছে হাওরের চাষিদের
হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট