X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বোর্ডিং পাস ছাড়াই ফ্লাইটে উঠে পড়লেন যাত্রী!

জার্নি ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:৪৬

ডেল্টা এয়ার লাইনসের উড়োজাহাজ ডেল্টা এয়ার লাইনসের একটি ফ্লাইটে একজন নারী বোর্ডিং পাস ও কোনও পরিচয়পত্র ছাড়াই উঠে পড়েছিলেন। কীভাবে এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহর থেকে জর্জিয়া প্রদেশের আটলান্টায় যাচ্ছিল আমেরিকান এই বিমান সংস্থার ফ্লাইটটি।

অরল্যান্ডো পুলিশ ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, গত ৬ অক্টোবর সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ একজন সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে তাদের জানায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি পর্যবেক্ষণে রাখবে।

বোর্ডিং পাস দেখাতে না পারায় ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন ডেল্টা এয়ার লাইনসের প্রতিনিধিরা। তার দাবি, বোর্ডিং পাস ফেলে দিয়েছেন আর পরিচয়পত্রও নেই! এসব শুনে দেরি না করে তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার শাটল ট্রেনে উঠিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) জানিয়েছে, বিমানে ওঠার পর বোর্ডিং পাস না পাওয়ায় ওই নারীকে পৃথকভাবে স্ক্রিন করা হয়। তাদের কথায়, ‘আমরা ঘটনাটি তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছি। তদদন্তের স্বার্থে এখনই এর বেশি কিছু বলতে চাই না।’

ডেল্টা এয়ার লাইনস কর্তৃপক্ষ ১৫১৬ ফ্লাইট তিন ঘণ্টা দেরিতে ছাড়ার কারণে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার পর সতর্কতা হিসেবে প্রত্যেক যাত্রীকে পুনরায় স্ক্রিন করা হয়।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে আমরা তদন্ত করছি। একইসঙ্গে নিজস্বভাবেও পর্যালোচনা করা হচ্ছে। নিরাপত্তাকে সবসময় প্রাধান্য দিই আমরা।’

সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা