X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাউদিয়ার বহরে প্রথম যুক্ত হলো বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ২৩:০০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২৩:২২

সাউদিয়ার বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) বহরে প্রথমবারের মতো যুক্ত হলো বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার। সৌদি আরবের পতাকাবাহী এই সংস্থার বর্তমান বহরে ১৩টি বোয়িং ৭৮৭-৯ বিমান রয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ১-এ ড্রিমলাইনারটি গ্রহণ করে সাউদিয়া কর্তৃপক্ষ। তাদের বহরে বর্তমানে একটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ১৩টি ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৩৩টি ৭৭৭-৩০০ ইআর (এক্সেন্ডেড রেঞ্জ) উড়োজাহাজ আছে।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মহাপরিচালক ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল-জাসের বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিমান বহর রয়েছে আমাদের। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের সঙ্গে এবার যোগ হলো ৭৮৭-১০, যা ভবিষ্যতে নেটওয়ার্ক বৃদ্ধির পরিকল্পনাকে অনেকদূর এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।’

ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল-জাসেরের কথায়, ‘অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে বিমানের অভ্যন্তরের কেবিন ফিচার, লং রেঞ্জ ক্যাপাসিটি ও অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধার জন্য বোয়িং ৭৮৭ আমাদের অতিথিদের কাছে জনপ্রিয় হয়েছে।’

সাউদিয়ার বোয়িং ৭৮৭-১০ উড়োজাহাজে টু-ক্লাস কনফিগারেশনে মোট ৩৫৭টি আসন থাকবে। এর মধ্যে লে-আউটে ২৪টি বিজনেস ক্লাস ও ৩৩৩টি ইকোনমিক ক্লাস।

সাউদিয়ার বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার বিমান প্রস্তুতকারক আমেরিকান প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইহসান মুনির বলেন, ‘বোয়িংয়ের ও সাউদিয়ার মধ্যকার অংশদারিত্বের সম্পর্ক প্রায় ৭৫ বছরের। ৭৮৭-১০ ড্রিমলাইনার সরবরাহের মাধ্যমে আমাদের অংশীদারিত্বে আরেকটি বড় মাইলফলক স্থাপিত হলো। সাউদিয়াকে উন্নতমানের বিমান দিতে পেরে আমরা গর্বিত। এছাড়া ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭ পরিবারের ভরসা ধরে রাখতে পারা সম্মানের।’

ইহসান মুনিরের আশা, ‘সাউদিয়ার বহরে ৭৮৭-১০ যোগ হওয়ায় ড্রিমলাইনারের কাছ থেকে যাত্রীদের প্রত্যাশিত উন্নতমানের ইন-ফ্লাইট অভিজ্ঞতা অব্যাহত থাকবে। তাছাড়া ৭৮৭-এর বিশেষ জ্বালানি সক্ষমতা সাউদিয়ার জন্য নতুন রুট উন্মোচন করা এবং উল্লেখযোগ্যভাবে জ্বালানি সাশ্রয় ও এর কার্বন নির্গমণ কমাতে কাজে আসবে।’

৭৮৭-১০ ড্রিমলাইনার আগের বিমানগুলোর চেয়ে ২৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ী ও কম জ্বালানি নির্গমন করে। ৬৩৪৫ নটিক্যাল মাইলের (১১,৭৫০ কি.মি.) মধ্যে এটি বিশ্বের টুইন অ্যাইশেল রুটের ৯৫ ভাগের বেশি উড্ডয়ন করতে পারে।

সাউদিয়ার ১৫০টির বেশি ন্যারো ও ওয়াইডবডি এয়ারবাস এবং বোয়িং উড়োজাহাজের বহর বিশ্বব্যাপী ৯৫টির বেশি শহরে যাতায়াত করে। সৌদিয়া পৃথিবীর প্রথম ও একমাত্র এয়ারলাইনস যারা বিনামূল্যে সোশ্যাল মেসেজিং প্ল্যানের সুবিধা প্রদান করে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া